ফরিদপুর প্রতিনিধি : চলমান ডেভিল হান্ট অভিযানে বোয়ালমারী উপজেলা ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি ) দিবাগত রাতে দাদপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আলফাডাঙ্গা থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
শামীম মোল্লা সাবেক মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের আস্থা ভাজন হিসেবে রাজনীতির মাঠে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
বোয়ালমারী থানার ওসি মাহামুদুল হাসান বলেন, নাশকতা মামলায় শামীম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি আলফাডাঙ্গা থানায় হওয়ায় তাকে আলফাডাঙ্গা থানায় পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের পর নাশকতার ওই মামলায় শামীম মোল্লাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আলফাডাঙ্গা থানার ওসি হারুনুর রশিদ।