স্টাফ রিপোর্টার : রাজশাহীর একমাত্র নারী টিভি সাংবাদিক ও এখন টিভির প্রতিনিধি মাসুমা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী কলেজ রিপোটার্স ইউনিটি (আরসিআরইউ)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি সভাপতি আবু সাঈদ রনি ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে আরসিআরইউ নেতৃবৃন্দ বলেন, রাজশাহীর একমাত্র নারী টিভি সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যু রাজশাহীর গণমাধ্যম জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি করল। দক্ষ ও মেধাবী সংবাদকর্মী মাসুমা আক্তার মফস্বলে নারী সাংবাদিকতার পথিকৃত হয়ে থাকবেন। বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি মাসুমা আক্তার তার স্বামীর সঙ্গে কুমিল্লায় শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বাস থেকে নেমে সিএনজি চালকের সঙ্গে কথা বলার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুমা ও তার স্বামী। তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় গুরুতর আঘাত পেয়ে জ্ঞান শূন্য পরে প্রো-অ্যাকটিভ মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) ভোরে না ফেরার দেশে চলে যান মাসুমা।-খবর বিজ্ঞপ্তি