• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

১২ বছর একাই জন্মদিনের কেক কেটেছেন গোবিন্দের স্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:২০

১২ বছর একাই জন্মদিনের কেক কেটেছেন গোবিন্দের স্ত্রী

অনলাইন ডেস্ক : বলিউডের কমেডি হিরো গোবিন্দের সঙ্গে দীর্ঘ ৩৭ বছর ধরে দাম্পত্য সুনিতা আহুজার। কিন্তু তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে সৃষ্টি হয়েছে নানা জল্পনা। সম্প্রতি তারকা স্ত্রী সুনিতার মন্তব্য এমনই ইঙ্গিত দেয়- আগের মতো সেই সুসম্পর্ক নেই তাদের!

স্বামীর কথা হোক বা সন্তানদের কথা, প্রায় সবসময়ই স্পষ্টভাষী সুনিতা আহুজা। এসব নিয়ে রাখঢাকও নেই তার। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনিতা জানিয়েছিলেন, তিনি ও গোবিন্দ নাকি আলাদা থাকেন। নতুন এক সাক্ষাৎকারেও জানালেন একই রকমের কথা।

আরও পড়ুনঃ  ‘শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ’

গত ১২ বছর ধরে জন্মদিন একাই উদ্‌যাপন করেন সুনিতা! একাই কেক কাটেন। আবার নিয়ম করে মদও খান। ঘড়ির কাঁটায় ৮টা বাজলেই মদের বোতল খুলে বসেন তিনি! অবশ্য এমনটা কেন করেন, সেটিও জানিয়েছেন গোবিন্দের স্ত্রী।

আরও পড়ুনঃ  হৃদয় খানের তৃতীয় সংসারও টিকলো না

মদের প্রতি সুনিতার ভালবাসা রয়েছে। একটি নির্দিষ্ট ধরনের মদ খেতেই পছন্দ করেন এই তারকা পত্নী। তবে প্রতিদিনই যে মদপান করেন, এমনও না। কোনো খুশির দিনে কিংবা ছুটির দিনে মদ খেতে বসেন সুনিতা। তবে জন্মদিনে একাই থাকেন। কারণ সুনীতা মনে করেন, জীবনে তিনি একাই এসেছেন, একাই চলে যেতে হবে।

আরও পড়ুনঃ  ‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’

সুনিতার কথায়, ‘আমি আমার ছেলে-মেয়েদের জন্মদিন উদযাপন করি। আর নিজের জন্মদিনে সকালে পূজার্চনা করি। মন্দিরে যাই, কখনও গুরুদ্বারে যাই। একা একা কেক কাটি, তারপর রাত ৮টা বাজলে মদের বোতল খুলে বসি। কারণ জন্ম ও মৃত্যু সবটাই তো একা একা হয়।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675