নাটোরে যাত্রীবাহী বাসে ডাকাতি, ২ নারীকে শ্লীলতাহানির অভিযোগ

নাটোরে যাত্রীবাহী বাসে ডাকাতি, ২ নারীকে শ্লীলতাহানির অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা দুই নারী যাত্রীর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে (ময়মনসিংহ ব ১১—০০৬১) নম্বরের যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।পরে রাজশাহীর উদ্দেশে ছেড়ে নাটোরের বড়াইগ্রামে পৌঁছলে যাত্রীরা বাসটি আটকে দেয়। খবর পেয়ে ঘটনায় জড়িত সন্দেহে বাস চালক, হেলপারসহ তিনজনকে আটক করে পুলিশ।

আটকরা হলো- বাসচালক রাজশাহী জেলার বোয়ালিয়া থানার শাহমখদুম কলেজ এলাকার আব্দুল গফুরের ছেলে বাবলু (৪০), সুপারভাইজার একই থানার পূর্ব কাঠালিয়া মহল্লার আঙ্গুর মন্ডলের ছেলে মাহাবুব আলম (৩০) ও সহকারী সাধুর মোড় এলাকার আব্দুল আজিজের ছেলে সুমন ইসলাম (২৮)

আরও পড়ুনঃ  সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

যাত্রীরা জানান, ঢাকার গাবতলী থেকে রাত ১০টার দিকে রাজশাহীর উদ্দেশে রওনা দেয় বাসটি। চন্দ্রা থেকে আরও তিনজন যাত্রী বাসে উঠেন। কিছুদূর যাওয়ার পর ৭—৮ জন যাত্রীবেশী ডাকাত সদস্য অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নেয়। এরপর রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত বাসটি টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। এ সময় অস্ত্রের মুখে প্রায় ৫০ জন যাত্রীর নিকট থেকে নগদ টাকা, স্বর্ণ গহনা ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয় তারা। এক পর্যায়ে তারা দুই নারী যাত্রীর শ্লীলতাহানি করে।পরে বাসটি চন্দ্রার একটি ফাঁকা এলাকায় রেখে ডাকাতরা নেমে যায়।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলে কটুক্তি, সংঘর্ষে আহত ১০, আটক ১

সবশেষ বড়াইগ্রাম থানা মোড় এলাকার তিনজন যাত্রী তাদের স্বজনদের নিয়ে বাসটি আটক করে। পরে খবর দিলে পুলিশ বাসটি জব্দ করে চালক, চালকের সহকারি, সুপারভাইজারকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১২

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, চালক ও সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ডাকাতির ঘটনা টাঙ্গাইল জেলায় সংঘটিত হওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব টাঙ্গাইলের পুলিশের। তারপরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *