• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হাসপাতালের টয়লেটে মিললো নবজাতক, মা পলাতক

প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২৯

হাসপাতালের টয়লেটে মিললো নবজাতক, মা পলাতক

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে একটি নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। টয়লেটে নবজাতকের গর্ভপাত ঘটিয়ে ওই প্রসূতি মা পালিয়ে গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।চিকিৎসকরা জানান, মঙ্গলবার সকালে একজন পুরুষ ও গর্ভবতী নারী হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। এসময় তিনি নিজের নাম রূপসী বলে জানান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এসময় তাকে আল্ট্রাসনোগ্রাম করাতে বলেন। এ সময় হাসপাতালের টয়লেটে বাচ্চা প্রসব করে পালিয়ে যান ওই নারী। পরে কন্যা শিশুটিকে টয়লেট থেকে উদ্ধার করে ফরিদপুর নেওয়ার পথে মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ভোলাহাটে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হোসেন জানান, সকালে একজন পুরুষ লোককে সঙ্গে নিয়ে এক নারী চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তাদের আল্ট্রাসনোগ্রাম করাতে বলায় টয়লেটে যান। সেখানেই বাচ্চাটি প্রসব করে পালিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৬১টি ঘর

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা ইসরাত জাহান জানান, অসুস্থ অবস্থায় ওই নারী হাসপাতালে এসে জানিয়েছিলেন রাতে গর্ভপাতের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আল্ট্রাসনোগ্রামের জন্য বাথরুমে গিয়ে আর ফিরে আসেন নি।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে তিনজনকে গুলি করে হত্যা

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। যদি কেউ অভিযোগ করেন তাহলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675