ঢাকাWednesday , 19 February 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

নরওয়ের যে টিভি চালান প্রতিবন্ধীরা

Somoyer Kotha
February 19, 2025 12:47 am
Link Copied!

অনলাইন ডেস্ক : নরওয়েতে প্রতিবন্ধীদের জন্য একটি টিভি চ্যানেল চালু আছে। অনেক প্রতিবন্ধী সেখানে কাজ করে। দেশব্যাপী এই চ্যানেল এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে, গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ও তারকারা এই চ্যানেলের অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে থাকেন।

টিভির নাম ‘টিভি ব্র’, নরওয়েজিয়ান ভাষায় যার অর্থ ‘টিভি গুড’। প্রতিবন্ধীদের জন্য চালু এই টিভি প্রতিবন্ধীরাই চালিয়ে থাকেন।

ভেগার্ড ল্যোলান্ড একজন সাংবাদিক হিসেবে টিভি ব্রতে কাজ করেন। তিনি বলেন, ‘আমি আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখি। হ্যাঁ, আমার ডাউন সিনড্রোম আছে। কিন্তু আমি এটাকে বড় করে দেখি না। আমি আমাকে নিয়ে সৎ থাকি।’

টিভির প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক কামিলা কালহাইম তার কর্মীদের সততা ও খোলামনের প্রশংসা করেন। তিনি জানান, ‘এমন অনেকে এখানে কাজ করেন, যাদের কোনো প্রশিক্ষণ নেই। অনেকে ভালোমতো পড়তে ও লিখতে পারেন না। তাদেরকে বার্তা গঠনে সহায়তা করতে হয়। এটা ছাড়া আমরা অন্য কোনো টিভি স্টেশনের মতোই পেশাদার। আর এখন আমাদের আরও গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে।’

সমাজকল্যাণ কর্তৃপক্ষ ল্যোলান্ডকে তিন রুমের একটি অ্যাপার্টমেন্ট দিয়েছে। সেখানকার রান্নাঘরে আধুনিক চুলাও আছে, যদিও তিনি প্রধানত পিজা খেয়ে থাকেন। লোল্যান্ড বলেন, ‘স্বাধীনভাবে জীবনযাপন করা খুব গুরুত্বপূর্ণ। আমরা বয়স ৩৭। আগে অনেকদিন বাবার সঙ্গে থাকতাম। বলতে পারেন, তিনি আমাকে দেখেশুনে রাখছিলেন।’

কাজের যাওয়ার পথে ল্যোলান্ড নাচের কিছু মুদ্রা দেখান। সাংবাদিক না হবে তিনি নৃত্যশিল্পী হতেন বলে আমাদের জানান।

সম্প্রতি স্কুলের কিছু শিক্ষার্থী টিভি ব্রতে গিয়েছিল। শিক্ষকেরা জানান, এই টিভির সাংবাদিকেরা তাদের শিক্ষার্থীদের কাছে রোল মডেল। তাদের সবার মোবাইলে টিভি ব্রর অ্যাপ আছে। শিক্ষিকা ট্রিন হালারাকার বলেন, ‘এ বছর সেপ্টেম্বরে যখন নরওয়েতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তখন আমাদের শিক্ষার্থীদের তথ্য পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র হবে টিভি ব্র। অন্য টিভিগুলোতে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, যেটা খুব সমস্যার। আমরা টিভি ব্রর উপর নির্ভর করি।

কালহাইম বলেন, ‘নরওয়েতে আমরা পুরো দেশের দর্শকদের স্বীকৃতি পেতে সমর্থ হয়েছি। এখন অন্য দেশগুলোও আমাদের নিয়ে আগ্রহ দেখাচ্ছে। ফলে ভবিষ্যতে আমাদের প্রসার আরও বাড়তে পারে।

ফলে ভবিষ্যতে আমরা টিভি ব্রর সাংবাদিক ল্যোলান্ড ও তার সহকর্মীদের কাছ থেকে আরও অনেককিছু আশা করতে পারি।-ডয়চে ভেলে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।