• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মহিলাদের আইপিএলে প্রথম জয় হরমনপ্রীতদের

প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৫০

মহিলাদের আইপিএলে প্রথম জয় হরমনপ্রীতদের

অনলাইন ডেস্ক : প্রথম ম্যাচেই হেরে গিয়েছিলেন হরমনপ্রীত কৌরেরা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। জয়ের নায়ক ন্যাট শিভার ব্রান্ট।

মহিলাদের প্রিমিয়ার লিগে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। মঙ্গলবার গুজরাত জায়ান্টসকে ৫ উইকেটে হারালেন হরমনপ্রীত কৌরেরা। প্রথমে ব্যাট করে অ্যাশলে গার্ডনারের দল করে ১২০ রান। জবাবে ১৬.১ ওভারে ৫ উইকেটে ১২২ রান মুম্বইয়ের। প্রতিযোগিতার প্রথম জয় পেল মুম্বই।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। বরোদার ২২ গজে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না গুজরাতের ব্যাটারেরা। ঘরের মাঠে বিপর্যয়ের মুখে পড়ে তাঁদের ইনিংস। ৪৩ রানেই ৫ উইকেট পড়ে যায় গুজরাতের। পর পর আউট হয়ে যান বেথ মুনি (১), লরা উলভার্ডট (৪), দয়ালান হেমলতা (৯), গার্ডনার (১০) এবং ডিয়েন্দ্রা ডটিন (৭)। এর পর ইনিংসের হাল ধরেন হরলিন দেওল এবং কাশভী গৌতম। হরলিন করেন ৩১ বলে ৩২ রান। ৪টি চার মারেন তিনি। গৌতম করেন ১৫ বলে ২০। ২টি চার এবং ১টি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। শেষ দিকে কিছুটা চেষ্টা করেন তনুজা কানওয়ার (১৩) এবং সায়লি সাতরে (অপরাজিত ১৩)। ইনিংসের শেষ বলে দশম উইকেট পড়ে গুজরাতের।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না স্বাগতিক পাকিস্তান

মুম্বইয়ের হয়ে ভাল বল করলেন হেইলি ম্যাথিউজ। ১৬ রানে ৩ উইকেট নিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার। ২২ রানে ২ উইকেট অ্যামিলিয়া কেরের। ২৬ রানে ২ উইকেট ন্যাট শিভার ব্রান্টের। ১টি করে উইকেট পেয়েছেন শবনিম ইসমাইল এবং আমনজ্যোৎ কৌর।

আরও পড়ুনঃ  হাই-ভোল্টেজ লড়াইয়ে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান

জয়ের জন্য ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তেমন সমস্যায় পড়তে হয়নি মুম্বইকে ইনিংসে। যদিও দুই ওপেনার ম্যাথিউজ (১৭) এবং যষ্ঠিকা ভাটিয়া (৮) দ্রুত আউট হয়ে যাওয়ায় কিছুটা চাপ তৈরি হয়। ব্যর্থ হলেন অধিনায়ক হরমনপ্রীতও (৪) তিন নম্বরে ব্যাট করতে নেমে ব্রান্ট অবশ্য সাবলীল ব্যাটিং করলেন। মূলত তাঁর ৩৯ বলে ৫৭ রানের ইনিংসই মুম্বইকে পরিস্থিতি সামলাতে সাহায্য করে। ১১টি চার মারেন ব্রান্ট। এ ছাড়া কের ২০ বলে ১৯ রান করেন। শেষ পর্যন্ত ২২ গজে থেকে দলকে জয় এনে দেন সজীবন সজনা (অপরাজিত ১০) এবং জি কমলিনী (অপরাজিত ৪)।

আরও পড়ুনঃ  ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া

গুজরাতের সফলতম বোলার গৌতম ১৫ রানে ২ উইকেট নিয়েছেন। প্রিয়া মিশ্র ২ উইকেট নিয়েছেন ৪০ রান খরচ করে। এ ছাড়া কানওয়ারের ২৫ রানে ১ উইকেট।

সর্বশেষ সংবাদ

বাড়িতে তুলসী গাছ থাকতে ওজন ঝরানো নিয়ে চিন্তা?
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
রোজের ব্যবহারের একটি জিনিস থেকেই ঘরের দূষণ বাড়ছে!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675