• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পেটের চর্বি কমাতে খেতে পারেন প্রোটিন সমৃদ্ধ চার খাবার

প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৫৭

পেটের চর্বি কমাতে খেতে পারেন প্রোটিন সমৃদ্ধ চার খাবার

অনলাইন ডেস্ক : থাকলে। চিকিৎসকেরা পিসিওএসের রোগীদের সবার আগে ওজন কমানোর পরামর্শ দেন। বিশেষ করে পেট এবং কোমরের চর্বি ঝরাতে বলেন। সেই সঙ্গে হরমোনের ভারসম্য বজায় রাখার জন্য প্রোটিন সমৃদ্ধ খাবারও খেতে বলেন।

পলিসিস্টিক ওভারির সমস্যা এক ধরনের হরমোনজাত সমস্যা যা সাধারণত হয় প্রজনন সক্ষম মহিলাদের। অনেকেরই জরায়ুতে সিস্ট বা মাংসপিণ্ড তৈরি হয়। কারও আবার অনিয়মিত ঋতুচক্র, অতিরিক্ত বেশি ঋতুস্রাব, অন্তঃসত্ত্বা হতে সমস্যাও হয় পলিসিস্টিক ওভারির সমস্যা বা পিসিওএস থাকলে। চিকিৎসকেরা পিসিওএসের রোগীদের সবার আগে ওজন কমানোর পরামর্শ দেন। বিশেষ করে পেট এবং কোমরের চর্বি ঝরাতে বলেন। সেই সঙ্গে হরমোনের ভারসম্য বজায় রাখার জন্য প্রোটিন সমৃদ্ধ খাবারও খেতে বলেন।

আরও পড়ুনঃ  ত্বক-চুল ভাল রাখতে, ক্লান্তি কাটাতেও জরুরি ভিটামিন বি১২!

পুষ্টিবিদ এবং ফিটনেস প্রশিক্ষক দীপিকা রামপাল তেমনই চার প্রোটিন সমৃদ্ধ খাবারের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রতিটি খাবারেই অন্তত ৩০ গ্রাম করে প্রোটিন আছে।

১। চিলি পনির: সহজে রান্না করা যায়। সুস্বাদু আবার প্রোটিনেও ভরপুর খাবার চিলি পনির। ১৫০ গ্রাম পনির দিয়ে বানিয়ে ফেলুন। লাগবে কর্নফ্লাওয়ার, সামান্য তেল, গোলমরিচ, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এবং সয়া সস। প্যানে তেল গরম করে তাতে পনির ভেজে তুলে ওই প্যানেই আদা-রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ ভেজে তাতে টম্যাটো দিন। তার পরে সয়াসস, নুন, মিষ্টি, গোলমরিচ এবং জলে গুলে সামান্য কর্ন ফ্লাওয়ার গুলে দিয়ে ঘন হয়ে এলে ভেজে রাখা পনির দিয়ে দিন।

আরও পড়ুনঃ  ঘিয়ের সঙ্গে রসুন মিশিয়ে খেলে অম্বলের সমস্যা দূর হয়!

২। তোফু তাই গ্রিন কারি: সয়ামিল্ক দিয়ে তৈরি তোফুতে রয়েছে স্বাস্থ্যকর স্নেহপদার্থ এবং প্রোটিনও। ১৫০ গ্রাম তোফু টুকরো করে কেটে তা পছন্দের সব্জির সঙ্গে ভেজে নিয়ে তাতে দিয়ে দিন নারকেলের দুধ এবং তাই গ্রিন কারি পেস্ট। ফুটে উঠলে নামিয়ে নিন। ভাতের সঙ্গেও খেতে পারেন।

৩। কাবলিছোলা এবং পাঁপড়ের তরকারি: কাবলিছোলাতেও রয়েছে প্রোটিন। আছে ফাইবারও। হজম ভাল হয়। পেটও ভরা থাকে দীর্ঘ ক্ষণ। ২০০ গ্রাম কাবলি ছোলা সেদ্ধ লাগবে। টম্যাটো, জিরে, আদা, রসুন দিয়ে কাবলিছোলার ঘুগনি রান্না করতে পারেন। সঙ্গে চাইলে দিতে পারেন ফেটানো দই। রান্নার পরে উপরে পাঁপড় ছড়িয়ে খেতে পারেন।

আরও পড়ুনঃ  গোলমরিচে কি শুধুই পেঁপের বীজের ভেজাল থাকে?

৪। পনির ভুর্জি: সহজ রান্না। পুষ্টিতেও ভরা। পনির ছোট ছোট করে কেটে নিন। ক়ড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ, আদা, রসুন, টম্যাটো, হলুদ, নুন, গরম মশলা দিয়ে নেড়েচেড়ে তাতে পনির দিয়ে ভাল করে মাখিয়ে তুলে নিন। খাওয়ার সময়ে উপরে ধনেপাতা ছড়িয়ে নিন।

সর্বশেষ সংবাদ

গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
১৭ বছর পর নিজ জেলা নেত্রকোনায় লুৎফুজ্জামান বাবর
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675