• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কুয়েটে সংঘর্ষের পর রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:১১

কুয়েটে সংঘর্ষের পর রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংঘর্ষের পর রাজশাহীতে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

মঙ্গলবার রাত ১১টার দিকে নগরের সাহেববাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জিরো পয়েন্ট এলাকায় সমাবেশ হয়।

আরও পড়ুনঃ  সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সমাবেশ থেকে তাঁরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

কর্মসূচিতে রাজশাহী মহানগর ছাত্রদলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা কমিটির নেতা-কর্মীরা অংশ নেন।

বক্তব্য দেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাফি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ সুইট প্রমুখ।

আরও পড়ুনঃ  বাসে ডাকাতি ও শ্লীলতাহানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

এ সময় মহানগর যুবদল নেতা আকবর আলী জ্যাকি, রাজপাড়া থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব মাহফুজুর রহমান কোকো, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান আলী রিজু, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সদস্যসচিব শাহ সাইফ আহম্মেদ রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675