• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মহানবীর রওজার চাবি বাহকের সঙ্গে কাবার ইমামের সাক্ষাৎ

প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৩০

মহানবীর রওজার চাবি বাহকের সঙ্গে কাবার ইমামের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর রওজা মোবারকের শেষ চাবি বাহক ও তত্ত্বাবধায়কের সঙ্গে দেখা করেছেন কাবার ইমাম শাইখ সুদাইস। গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ একটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে, মহানবীর রওজার বৃদ্ধ চাবি বাহকের সঙ্গে কথা বলছেন শাইখ সুদাইস। ওই সময় ওই চাবি বাহক হুইল চেয়ারে বসে ছিলেন। সুদাইসকে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে দেখা যায়।

আরও পড়ুনঃ  নরওয়ের যে টিভি চালান প্রতিবন্ধীরা

ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি নুরি মোহাম্মদ আলী বলে ধারণা করা হচ্ছে। ২০১৩ সালে মসজিদে নববী ও মহানবীর রওজার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা শেষ তত্ত্বাবধায়কদের ছবি তোলেন সৌদির ফটোগ্রাফার আব্দেল কুরাইশি। এই তত্ত্বাবধায়করা এগারো শতক থেকে মহানবীর রওজা মোবারকের চাবি নিজেদের কাছে রাখছেন। ২০১৩ সালে যাদের চাবি তোলা হয় তারাই শেষ তত্ত্বাবধায়ক ছিলেন। সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দেয়, এই প্রজন্মের পর নতুন করে আর কাউকে রওজার তত্ত্বাবধায়ক বানানো হবে না। ২০১৩ সালে যাদের ছবি তোলা হয়েছিল, তাদের কয়েকজন ইতিমধ্যে মারা গেছেন। যারা জীবিত আছেন তাদের সবাই বেশ বৃদ্ধ হয়ে গেছেন।

আরও পড়ুনঃ  ফ্রান্সে পেশা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেল ইমামতি

এই তত্ত্বাবধায়করা মহানবীর রওজা মোবারক রক্ষণাবেক্ষণ ও সেটি পরিস্কার পরিচ্ছন্ন করতেন। যেসব অতিথি মহানবীর কবরের খুব কাছে যাওয়ার অনুমতি পেতেন তাদের চাবি খুলে সেখানে নিয়ে যেতেন তারা। মহানবীর রওজা ছাড়াও তাদের কাছে মসজিদে নববীর মিম্বারের চাবি থাকত।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675