• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রেকর্ড গতিতে গলছে পৃথিবীর হিমবাহগুলো

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৫৪

রেকর্ড গতিতে গলছে পৃথিবীর হিমবাহগুলো

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের হিমবাহগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে রেকর্ড গতিতে গলছে। এই বিষয়ে বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বৃহত্তম আলেচ হিমবাহ ১৯০০ সাল থেকে ৩.২ কিলোমিটার গলেছে। এর মধ্যে এটি ২০০০ সালের পর গলেছে ১ কিলোমিটার।

হিমবাহগুলো বিশ্বজুড়ে কোটি মানুষের জন্য সুপেয় জলের উৎস এবং সম্পূর্ণ গলে গেলে সমুদ্রের উচ্চতা ৩২ সেন্টিমিটার বাড়তে পারে। ২০০০ সাল থেকে এগুলো ৬ হাজার ৫০০ বিলিয়ন টন বরফ হারিয়েছে। গলে যাওয়া এই বরফ মোট বরফের ৫ শতাংশ।

আরও পড়ুনঃ  ছাত্রীর মৃত্যু, সাবেক প্রেমিকের অডিও ক্লিপ নিয়ে রহস্য

গবেষকেরা জানিয়েছেন, গত এক দশকেই হিমবাহগুলোর গলনের হার আগের চেয়ে এক-তৃতীয়াংশ বেড়েছে।

একটি নতুন গবেষণায় দেখা গেছে, ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা বাদে বিশ্বজুড়ে হিমবাহগুলো বছরে গড়ে ২৭০ বিলিয়ন টন বরফ হারিয়েছে। এই পরিমাণ বরফকে বিশ্বের জনসংখ্যার ৩০ বছরের পানির চাহিদার সমান বলে উল্লেখ করেছেন গবেষণার প্রধান লেখক মাইকেল জেম্প।

আরও পড়ুনঃ  মিয়ানমারে জান্তার নির্বিচার বিমান হামলা, ১০ দিনে নিহত ৫৩ বেসামরিক

গবেষণাটি বিভিন্ন গবেষণাপত্রের তথ্য একত্র করে নিশ্চিত করেছে যে, হিমবাহ দ্রুত গলছে এবং ভবিষ্যতে কীভাবে পরিবর্তন হবে তা স্পষ্ট করছে।

হিমবাহ সম্পূর্ণ গলতে কয়েক বছর থেকে কয়েক দশক পর্যন্ত সময় লাগতে পারে। তবে বরফ হ্রাসের পরিমাণ নির্ভর করবে আমাদের কার্বন নির্গমন নিয়ন্ত্রণের ওপর। বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখতে পারলে হিমবাহ সংরক্ষণ করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  ইউক্রেনের যুদ্ধ নিয়ে সৌদি আরবে বৈঠক আমেরিকা ও রাশিয়ার

হিমবাহ গলে যাওয়ার ফলে শুধু স্থানীয় প্রকৃতির পরিবর্তন নয়, বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় অঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিও বাড়ছে। প্রতি সেন্টিমিটার সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধি ২০ লাখ মানুষকে বার্ষিক বন্যার ঝুঁকিতে ফেলতে পারে।-বিবিসি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675