• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কক্সবাজার ডিবির ওসিসহ ৭ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৫৯

কক্সবাজার ডিবির ওসিসহ ৭ পুলিশ সদস্য প্রত্যাহার

অনলাইন ডেস্ক : জব্দ ইয়াবা বিক্রির অভিযোগে এবার কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে (ক্লোজড) পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়‍া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  পদত্যাগ দাবিতে কুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিল শিক্ষার্থীরা

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন ডিবি পুলিশের ওসি জাহাঙ্গীর আলম, এসআই সমীর গুহ, কনস্টেবল জাহিদুল ইসলাম রানা, সাইফুল হাসান, মো. রেজাউল করিম খান, মোহাম্মদ ইরফান ও কনস্টেবল (গাড়িচালক) রিয়াজ উদ্দিন।

এর আগে গত সোমবার কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রহমত উল্লাহকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিয়ানীবাজারে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের পুলিশ সুপার, ডিবির ওসিসহ আট পুলিশের বিরুদ্ধে জব্দ করা ইয়াবা বিক্রি করার অভিযোগ নিয়ে সোমবার একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে তদন্তের জন্য চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াহিদুল হক চৌধুরী বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন।

১৭ ফেব্রুয়ারি প্রকাশিত ওই সংবাদে বলা হয়, ৬ জানুয়ারি ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া থেকে ৪ লাখ ৯০ হাজার ইয়াবাসহ একটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো জব্দ করা হয়। ওই অভিযানে ডিবির ওসি জাহাঙ্গীর আলম ও এসআই সমীর গুহের নেতৃত্বে একটি দল চারজনকে আটক করেছিল। কিন্তু ইয়াবার বাজারমূল্য হিসাব করে ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে তিন কারবারিকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675