অনলাইন ডেস্ক : আদালতে মামলা লড়ছিলেন এক আইনজীবী। শুনানি চলাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন প্রবীণ এই আইনজীবী। সেখানেই তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
ঘটনাটি ঘটে, ভারতের তেলেঙ্গানার হাইকোর্টে।
জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টায় বিচারপতি লক্ষ্মী নারায়ণ আলিশেট্টির সামনে মামলা লড়ছিলেন পস্নুরু ভেনুগোপাল রাও। হঠাত্ই তিনি অস্বস্তি বোধ করেন। আদালতের মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মী আইনজীবীরা তাৎক্ষণিকভাবে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। তাকে সমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। সেখানে পৌঁছালে তাকে মৃত ঘোষণা করা হয়।
তেলেঙ্গানা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ রবীন্দ্র রেড্ডি জানিয়েছেন, কোর্টরুমে বাকি আইনজীবীরা তাকে বাঁচানোর শত চেষ্টা করেন। তাকে সিপিআর পর্যন্ত দেওয়া হয়। কিন্তু সব চেষ্টা বিফলে যায়।
ভেনুগোপাল রাও ১৯৯৮ থেকে হাইকোর্টে প্র্যাকটিস করছিলেন।
ভেনুগোপাল রাওয়ের মৃত্যুর সঙ্গে কর্ণাটকের এক কংগ্রেস নেতার মৃ্ত্যুর মিল রয়েছে। ২০২৪ সালে আগস্টে ৩ বছর বয়সী কংগ্রেস নেতা রবি চন্দ্রন বেঙ্গালুরুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। কথা বলার সময়ই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।