স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল।
আইনশৃঙ্খলার বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের হলরুমে পুলিশের মাসিক কল্যাণ সভায় ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালকে এ সম্মাননা দেওয়া হয়।
পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন।
জানা গেছে, বেশ কিছু আলোচিত অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত এবং তাকে সম্মাননা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো: আব্দুল্লাহ বিন কালাম, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: ইমরুল হাসান, ফরিদপুরের পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর মিশু সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।