তথ্যবিবরণী : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । আগামীকাল শনিবার ২২ ও ২৩ ফেব্রুয়ারি দুইদিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি বাংলাদেশ বিমানযোগে বিকাল সোয়া পাঁচটায় রাজশাহী বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
ওইদিন স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহী সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে রাত্রিযাপন করবেন।
পরদিন রবিবার সকাল নয়টায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন।
বিকালে উপদেষ্টা বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।##