স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে রাজশাহী জেলার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর পক্ষে জেলার দাযিত্ব প্রাপ্ত সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) সহযোগি সংস্থার সদস্যদের নিয়ে রাজশাহী ভূবন মোহন পার্কে অবস্থিত স্মৃতি স্তম্ভে ভাষা সৈনিকদের প্রতি ফুলেল তোরা অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে শহিদ বেদিতে বীর শহদীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে লফস এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহনাজ পারভীন, আইন সম্পাদক এ্যড. শাহিনুল হক মুন, নির্বাহী সদস্য সেকেন্দার হোসেন, প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল, মুক্তা সরকার সহ সহযোগি সংস্থা নিকুঞ্চ বস্তি উন্নয়ন সংস্থা (নিবুস) এর নির্বাহী পরিচালক জাকির হোসেন, লক্ষীপুর দুঃস্থ মহিলা শিল্প সংস্থার সভানেত্রী সুপিয়া ইসলাম, আরএসডিপি এর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর সেলিম ও রাজশাহী জেলার বিএনএফ এর সদস্য সংস্থাসমূহের প্রতিনিধিগন অংশ গ্রহন করে।