হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক মকলেসুর রহমানের ভাতিজা ব্যারিস্টার সালেকুজ্জামানের সাথে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ব্যারিস্টার সালেকুজ্জামান দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ মানুষের সাথে থেকে আইনি সহায়তা দিয়ে আসছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোট বারের সদস্য। উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রন্জুর ছেলে। শুক্রবার বিকালে উপজেলা সদর ভবানীগঞ্জ বাগমারা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আয়োজিত অনুষ্ঠানে তিনি মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও শোষন মুক্ত সমাজ গড়ার প্রত্যায় ব্যক্ত করেন। বাগমারা বিগত দিনে সন্ত্রাস ও চাদাঁবাজির তীব্র নিন্দা করেছেন। মত বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের পক্ষ থেকে রাজশাহী-৪ (বাগমারা) আসনের জন্য মনোনয়ন চাইবেন। দল যদি তাকে মনোনয়ন দেন এবং তিনি যদি বাগমারার সাংসদ নির্বাচিত হন, তাহলে এলাকায় যে সকল সামাজিক বৈষম্য রয়েছে তা তিনি দূর করবেন। এছাড়া দল তাকে মনোনয়ন না দেয়, দল যাাকে দিবে তিনি তার হয়ে কাজ করবেন বলে জানান। এ সময় তার সফর সঙ্গী ছিলেন প্রভাষক আমিনুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সহ সফরসঙ্গী।