হেলাল উউদ্দীন, বাগমারা : বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
শুক্রবার অমর একুশের ভোরে মহান ভাষা শহিদদের স্মরণে উপজেলা পরিষদ কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়।
এরপর সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জাতীয় জিবনে একুশের চেতনা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিরতণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুল ইসলাম এর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার ড. আব্দুল মোমিত এর পরিচালনায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বক্তব্য রাখেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ইসলাম,প্রকৌশলী খলিলুর রহমান,মৎস কর্মকর্তা আখতারুজ্জামান, বাগমারা থানা তদন্ত অফিসার রফিকুজ্জামান,সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার আব্দুল গাফফার,উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম,বাগমারা প্রেস ক্লাবে সভাপতি রাশেদুল হক ফিরোজ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ প্রমূখ।
আলোচনা সভা অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।