• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

গরম পানিতে দগ্ধ হয়ে রাজশাহী কারাগারের এক কয়েদির মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৩৩

গরম পানিতে দগ্ধ হয়ে রাজশাহী কারাগারের এক কয়েদির মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্নার সময় গরম পানিতে পড়ে দগ্ধ হওয়া কয়েদির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

মৃত কয়েদি হলেন—শ্রী বিপুল কুমার (৩৩)। তার কয়েদি নং ২১৬৭/এ। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার লক্ষ্মীপুর ভান্ডারপুর এলাকার শ্রী সুনীল চন্দ্র সরকারের ছেলে। ২০১০ সালে নওগাঁ সদর থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।

আরও পড়ুনঃ  উপশহর নিউমার্কেট নির্মানের পর থেকে হয়নি সংস্কার

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, বিপুল গত ১০ ফেব্রুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্না করার সময় পা পিছলে ফুটন্ত গরম পানিতে পড়ে দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় কারাকর্তৃপক্ষ তাকে রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুনঃ  আমাদের সব অর্জনের পেছনে বিভিন্ন ধর্মের মানুষের অবদান রয়েছে : ধর্ম উপদেষ্টা

তিনি আরও বলেন, বিপুলের শরীরের ২০ শতাংশ পোড়া ছিল। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

আরও পড়ুনঃ  বাঘায় শান্তি ও সম্প্রীতি করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায় বলেন, একজন কয়েদি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কারা বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675