কামাল বারি
আমরা তো মায়ের রক্ত শপথে জেগে ওঠা জাতি—
বাঙালি
মায়ের মুখের হাসি-কান্না আমাদের ভাষার সংকেত—
আমরা বাঙালি
আমরা তো ভায়ের রক্ত শপথে জেগে ওঠা জাতি—
বাঙালি
আমরা তো ভুলিনি—
ভুলবো না তো কোনোদিন—
স্বজনের রক্তের ঋণ…!
আমরা বাঙালি
হৃদয়ে ফুল ফুটিয়ে ঘ্রাণ ভরিয়ে দিয়ে গ্যাছে
মা গো তোর ছেলেরা!
সমগ্র বিশ্ব ঘ্রাণময় আজ!
আহা, বাঙালির ভাষাপ্রেমের উচ্চারণে…!
সুগভীর বন্ধনে আজ উজ্জীবিত পৃথিবী…!
আমরা বাঙালি
আমরা বাঙালি
আমাদের ভাষা—
মহান স্বাধীনতা—
চিরসংগ্রামশীল…!
…পরিপূর্ণতায়—
মানবিকতায়—
সমৃদ্ধির সিঁড়ি অভিলক্ষ্য…!
আমরা বাঙালি
আমরা বাঙালি
আমরা বাঙালি।