স্টাফ রিপোর্টার: একুশের প্রথম প্রহরে ভাষার জন্য জীবন আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ। শুক্রবার রাত ১২ টার পর রাজশাহী কলেজ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা, সিনিয়র ফটো সাংবাদিক ফরিদ আক্তার পরাগ, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. শাহিন খান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. সামিউল ইসলাম (শামিম), কার্যনিবাহী সদস্য মো. রাশেদুর রহমান রাসেল ও সদস্য মো. আবু নুর মো. মুক্তার হোসেন, মো. আজম খান প্রমূখ।-খবর বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।