বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী সন্যাসীর মেলা। এবারের মেলায় ক্রেতাদের মূল আকর্ষণ ছিল বড় মাছ, মিষ্টি ও কাঠের ফার্নিচার। মেলায় ছিল পুরুষের পাশাপাশি নারী ক্রেতাদের উপচেপড়া ভিড়
উপজেলায় চলতি বছর হরিখালী, তেকানীচুকাইনগর, পাকুল্লা, ভেলুরপাড়া, গোসাইবাড়ী, ঠাকুরপাড়া ও নওদাবগায় বসেছিল সন্যাসীর মেলা। মেলায় হরেক রকমের খেলনা, বড় বড় মাছ, মিষ্টি, কাঠ ও স্টিলের ফার্নিচার, নাগরদোলা, মোটরসাইকেল খেলা, চড়কি, নৌকা রেসসহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা ছিল। মেলায় পুরুষ ক্রেতাদের পাশাপাশি মহিলা ক্রেতাও ছিল চোখে পড়ার মতো। মেলাকে কেন্দ্র করে আশেপাশের প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজনের ভিড় লক্ষ্য করা গেছে।