মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর

মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে তাফসিরুল কুরআন মাহফিলের মঞ্চে এসে পৌঁছেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। কিছুক্ষণের মধ্যে তিনি তার বয়ান পেশ করবেন।

এর আগে, শনিবার (২২ ফেব্রুয়ারি) মাহফিলে যোগ দিতে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে মাহফিল প্রাঙ্গণের পাশের মাঠে অবতরণ করেন তিনি।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামের শিশু জুঁই ধর্ষণ ও হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

এদিকে সকাল ১০টা থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি জেনারেল হজরত মাওলানা মো. নুরুল আমিন।

আরও পড়ুনঃ  প্লট জালিয়াতি: শেখ হাসিনা ও জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, জনপ্রিয় ইসলামি বক্তা আজহারী হুজুর বিকেলে হেলিকপ্টারে করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৌঁছেছেন। নিরাপত্তায় যৌথ বাহিনী কাজ করছে।

প্রসঙ্গত, জাবালুন নূর ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ এই ঐতিহাসিক মাহফিলের আয়োজন করেছে। মাহফিলে সভাপতিত্ব করবেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *