বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং করায় ৩ জন গ্রেফতার

বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং করায় ৩ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতেই ভারতে আবারো সক্রিয় হয়ে উঠেছে ক্রিকেট বেটিং চক্র। সর্বশেষ বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিংয়ের সময় তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পানাজির কাছে পিলেরনে গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালায় গোয়া পুলিশ। সেখান থেকে হাতেনাতে ধরা পড়ে তিন জন। তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  ৩ ফিফটিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

জুয়াড়ির কেউই গোয়ার স্থানীয় নন। কাজের সূত্রে তারা পানাজিতে থাকেন। তারা গুজরাট থেকে এখানে এসে কাজ করেন। জুয়াড়ি তিন জনের পরিচয়ও প্রকাশ করেছে গোয়া পুলিশ। তারা হলেন মাকসুদ মোদন (২৮), জিয়া উদ্দিন (২৫) ও রিজভান ভাশ (২০)।

আরও পড়ুনঃ  জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

জুয়াড়িদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার এবং নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। জুয়াড়িদের দেওয়া তথ্য মতে জড়িতদের ধরার চেষ্টা করবে পুলিশ। গতকাল শুক্রবার তাদের আদালতে হাজির করানো হয়।

গত বৃহস্পতিবার দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেছেন হৃদয়। তাছাড়া ফিফটি পেয়েছেন জাকের। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *