অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখার আগেই একধিক ক্রিকেটারকে হারিয়েছে অস্ট্রেলিয়া। একাধিক ক্রিকেটার চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। তাতে তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে এই বৈশ্বিক আসরে এসেছে অজিরা।
অস্ট্রেলিয়ার ছিটকে যাওয়া ক্রিকেটারের তালিকায় আছেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল মার্শের মতো তারকা ক্রিকেটাররা। তাছাড়া এই টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে ওয়ানডে ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন মার্কাস স্টইনিস।
তুলনামূলক খর্ব শক্তির দল নিয়ে আজ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। তবে অজিদের সহজ ভাবে নিতে নারাজ ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
তিনি মনে করেন অস্ট্রেলিয়া দলে স্টার্ক-কামিন্সদের শূন্যতা পূরণ করার মতো ক্রিকেটার রয়েছে। আইসিসির টুর্নামেন্ট মানেই অস্ট্রেলিয়ার সাফল্য। এর আগে তারা ২০২৩ বিশ্বকাপেরও শিরোপা জিতেছে। তাই এই দলটির বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতারই প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড।
বাটলার বলেন, তারা (কামিন্স-স্টার্করা) দীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়ার সাফল্যের অন্যতম স্তম্ভ, তাই স্বাভাবিকভাবেই দল তাদের অভাব অনুভব করবে। কিন্তু তাদের দলে শূন্যস্থান পূরণ করার মতো দুর্দান্ত খেলোয়াড় রয়েছে এবং অস্ট্রেলিয়া সব সময় আইসিসি টুর্নামেন্টগুলোতে দারুণ পারফরম্যান্স করে এসেছে। আমরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত।’
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে সব সময়ই বাড়তি উত্তেজনা থাকে। এবারও সেটার ব্যতিক্রম হবে না বলে ধারণা বাটলারের। ইংলিশ অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে সব সময়ই দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়। চ্যাম্পিয়নস ট্রফির মতো প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’