হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের জামায়াত ইসলামের প্রার্থী আবদুল বারী সরদার মোটরসাইকেল নিয়ে শোডাউনসহ পথসভা করেছেন। আজ শনিবার বিকেলে এই কর্মসূচি পালন করেন। জামায়াত ইসলাম তাঁকে এই আসন থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে
বিকেলে দলীয় নেতা- কমীরা তিন শতাধিক মোটরসাইকেল ভবানীগঞ্জ থেকে একটি শোভাযাত্রা বের করেন। মোটরসাইকেলের বহর নিয়ে উপজেলার হামিরকুৎসা ও যোগী পড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এসব এলাকার গুরুত্বপূর্ণ স্থানে বিরতি দিয়ে লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে জামায়াত ইসলামের দলীয় প্রার্থী হিসেবে উপস্থাপন করেন। এছাড়াও হামিরকুৎসা, বীরকুৎসা, তালঘরিয়া বাজারে সংক্ষিপ্ত পথসভা করেন। তার সফর সঙ্গী উপজেলা আমির কামারুজ্জামান হারুন, সেক্রেটার সহকারী অধ্যাপক অহিদুল ইসলামসহ
দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ লোক উপস্থিত ছিলেন জামায়াতের এই কর্মসূচি।
আগামী নির্বাচনের জন্য এটিই জামায়াত ইসলামের তথা কোন রাজনৈতিক দলের প্রথম শোডাউন। প্রার্থী আবদুল বারী সরদার জানান, দীর্ঘ ১৭ বছর ভোটারেরা তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেব। নির্বাচনের কোনো আমেজ ছিল না। লোকজনের সঙ্গে পরিচিত হওয়া এবং জামায়াত ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এই কর্মসূচি। এটা অব্যাহত থাকবে।