• ঢাকা, বাংলাদেশ
  • ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা হল রুমে,শেওলা সুতারকান্দি টিভির অভিষেক

প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:০৪

দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা হল রুমে,শেওলা সুতারকান্দি টিভির অভিষেক

সিলেট ব্যুরো : বিয়ানীবাজার থানার শেওলা সুতারকান্দি স্থলবন্দরের সমসাময়িক টিভি শেওলা সুতারকান্দি ‘টিভি’র ২০২৫ সনের নতুন কমিটির এডমিন সদস্যদের চ্যানেল আইডি কার্ড বিতরণ ও শেওলা সুতারকান্দি ‘টিভি’র পরিচিতিমূলক ১ম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়:–
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা ও বিয়ানীবাজার উপজেলা শাখার,সাংবাদিকবৃন্দ,শিক্ষকবৃন্দ,বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ্ বিয়ানীবাজার উপজেলা ও দুবাগ ইউনিয়ন শাখা,বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলা ও দুবাগ ইউনিয়ন শাখা এবং দুবাগ ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সদস্যবৃন্দসহ শেওলা সুতারকান্দি ‘টিভি’র ২০২৫ সনের নতুন কার্যকরী কমিটির সদস্যবৃন্দ,উক্ত অনুষ্ঠানে শেওলা সুতারকান্দি ‘টিভি’র এডমিন গ্রুপের দাওয়াতক্রমে দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার আব্দুল কাদির সাহেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদ্বোধক ও প্রধান অতিথি সাংবাদিক এম এ রশীদ,সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা ও সিলেট বিভাগীয় ব্যুরোচীফ জাতীয় দৈনিক অর্থদৃষ্টি,স্টাফ রিপোর্টার জাতীয় অর্থনীতি,সহ সম্পাদক বদ্বীপ বাংলাদেশ,চিফ রিপোর্টার,দৈনিক সকালের খোঁজখবর,বিভাগীয় ব্যুরোচীফ সিলেট সময়ের কথা ২৪.প্রধান মেহমানঃ হাজী মোঃ জয়নাল আবেদীন,সভাপতি: বাংলাদেশ আইনজীবি সহকারী সমিতি সিলেট জেলা,হাফিজ মোঃ গৌছ উদ্দিন, সাধারণ সম্পাদক, আনজুমানে আল-ইসলাহ, বিয়ানীবাজার উপজেলা ও স্বত্বাধিকারী: নিউ পপুলার ট্রাভেলস, বিয়ানীবাজার,মাওলানা মিছবাহ উদ্দিন আকবরী,প্রধান উপদেষ্টা। শেওলা সুতারকান্দি ‘টিভি’।

আরও পড়ুনঃ  জীবিকার তাগিদে চৈত্রের রোদে

বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন,মামুনুর রশীদ খাঁন,দলিল লেখক, বিয়ানীবাজার সাব রেজিস্টার অফিস ও আইন বিষয়ক সম্পাদক,জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা,রিপোর্টার জাতীয় দৈনিক অর্থদৃষ্টি।

জিয়া উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক: এ ওয়াহাব প্লাজা,গোলাপগঞ্জ।স্বত্বাধিকারী। বিলাস টেইলার্স, গোলাপগঞ্জ। আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন,

সাংবাদিক আমিনুল ইসলাম,সিনিয়র রিপোর্টার: ব্রিটিশ বাংলা টেলিভিশন,সাংবাদিক সুহেব আহমদ,প্রচার সম্পাদক,জাতীয় সাংবাদিক সংস্থা বিয়ানীবাজার উপজেলা।
মাওলানা নিজাম উদ্দিন,সহ-সভাপতি। তাফসীরুল কোরআন পরিষদ, দুবাগ হতনিয়ন,মাওলানা শাহিন আহমদ,শিক্ষক: দুবাগ ব্যাজার হাফিজিয়া দাখিল মাদরাসা,হাফিজ জফরুল আলম,সাধারণ সম্পাদক, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ,হাফিজ মোঃ ইকবাল হোসেন,সাবেক সভাপতি,বাংলাদেশ আনজুৃমানে তালামীযে ইসলামিয়া দুবাগ ইউনিয়ন শাখা, শেওলা সুতারকান্দি” টিভি”র পরিচালক ছালেহ আহমদ,সহযোগি পরিচালক মোঃ রিজাল আহমদ,সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ সাকিব আহমদ,মোঃআব্দুল মুমিত, ভিডিও এডিটর মেহেদী হাসান, এডমিন সদস্য মাহিনুর ইসলাম, মোশারফ হোসাইন, তালামীযে ইসলামিয়া দুবাগ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রাজুল আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ,শেওলা সুতারকান্দি” টিভি” পরিচালক ছালেহ আহমদের শ্রদ্ধাবাজন চাচা নজরুল ইসলাম সহ প্রমুখ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে তারেক রহমানের উপহার পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের পরিবার

অনুষ্ঠানে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দুবাগ ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদের পরিচালনায় কোরআন তিলাওয়াত করেন শেওলা সুতারকান্দি”টিভি”র সিনিয়র স্টাফ রিপোর্টার সাকিব আহমদ, গজল পরিবেশন করেন আনজুমান শিল্পি গোষ্ঠী বিয়ানীবাজারের অন্যতম সদস্য মোঃ রাজুল আহমদ ও শেওলা সুতারকান্দি” টিভির পরিচালক ছালেহ আহমদ, স্বাগত বক্তব্য রাখেন শেওলা সুতারকান্দি”টিভি”ট পরিচালক ছালেহ আহমদ, তালামীযে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ জফরুল আলম।
অনুষ্ঠানের কার্যক্রমের শুরুতে অতিথিদের সম্মাননা স্বরুপ চ্যালেনের সৌজন্যে মাফলার বিতারণ অনুষ্ঠিত হয়,পরিশেষে সম্পাপ্তি পর্যায়ে শেওলা সুতারকান্দি” টিভি”র নতুন কমিটি ২০২৫ সনের সদস্যদের চ্যানেল আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়,পর পরই শেওলা সুতারকান্দি” টিভি”র অভিষেক অনুষ্ঠানের বিশেষ প্রধান অংশ শপথ বাক্য পাঠ পরিচালনা করেন শেওলা সুতারকান্দি টিভির প্রধান উপদেষ্টা মোঃ মাওলানা মিছবাহ উদ্দিন।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ইফতার ও দোয়া মাহফিল

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুল কাদির সাহেবের দোয়ার মাধ্যমে সম্পাপ্তি হয়।

শেওলা সুতারকান্দি”টিভি”র এডমিন গ্রুপের আয়োজনে অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন শেওলা সুতারকান্দি ‘টিভি’র পরিচালক সাংবাদিক ছালেহ আহমদ,অর্থ সম্পাদক: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বিয়ানীবাজার উপজেলা শাখা ও উপজেলা প্রতিনিধি: জাতীয় পত্রিকা দৈনিক অর্থদৃষ্টি

সর্বশেষ সংবাদ

ঈদের সকালে সড়কে ঝরল ৫ প্রাণ
সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৪:৫৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675