• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পশ্চিমাঞ্চল রেলওয়েতে বগি ঘাটতি ২০টি ট্রেন কম ৩২ বগি

প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৩৭

পশ্চিমাঞ্চল রেলওয়েতে বগি ঘাটতি ২০টি ট্রেন কম ৩২ বগি

স্টাফ রিপোর্টার : পশ্চিমাঞ্চল রেলওয়েতে চলাচল করা আন্তঃনগর ও লোকাল ট্রেনগুলোতে রয়েছে কোচ (বগি) ঘাটতি। কোন ট্রেনের দুইটি, আবার কোন ট্রেনের তিনটি বগি কম। এই অঞ্চলে চলাচল করা ২০টি ট্রেনের ৩২ বগি কম। এরমধ্যে ১১টি আন্ত:ঃনগরে রয়েছে ১৯টি বগি ও ৯টি লোকাল ট্রেনের ১৩ বগি কম। এমন পরিস্থিতিতে গাদাগদি করে যাত্রীরা ট্রেনে যাতায়াত করছেন।
সংশ্লিষ্টরা বলছেন-পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী ও লালমনিরহাট মিলে আন্তঃনগর, লোকাল ও মেইল/ কমিউটার মিলে ১৮৫টি ট্রেন চলাচল করে। এরমধ্যে আন্তঃনগর ট্রেন চলাচল করে ৬৪টি ও মেইল/ কমিউটার ৬০টি, লোকাল ট্রেন চলাচল করে ৬১টি। এই অঞ্চলে ৬ ধরনের বগি চলাচল করে। এসব বগির যাত্রী ধারণ ক্ষমতা একেক রকম।

এরমধ্যে লোকাল ট্রেনের বগিতে ৯২ যাত্রী, আন্তঃনগরে বগিতে ১০৫ জন, এসিতে ৭৮ থেকে ৮০ জন, এসি ক্যাবিনে দিনে ৪৮ ও রাতে ২৪ যাত্রী যাতায়ত করে। দীর্ঘ সময় চলাচল করা বগিগুলোকে পূনরায় সচল করতে সৈয়দপুর কারখানা পাঠানো হয়েছে। সেখানে চলছে মেরামতের কাজ। তবে সেখানেও লোকবল সঙ্কটের কারণে দ্রুত বগি মেরামত করা সম্ভব হচ্ছে না। তবে বগি মেরামত হয়ে আসলে এমন ঘাটতি কেটে যাবে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৫

যাত্রীদের অভিযোগ- বেশির ভাগ সময়ে ট্রেনের টিকিট পাওয়া যায় না। তার পরেও স্ট্যান্ডডিং টিকিট কিনে দাঁড়িয়ে যাত্রা করতে হয়। দীর্ঘ ৫ থেকে ৬ ঘণ্টা দাঁড়িয়ে যাত্রা করা কষ্টকর। আন্তঃনগর ট্রেনগুলো যাত্রা শুরুর স্টেশনে যাত্রীতে ভর্তি হয়ে যায়। আর আসনের বাইরে দাঁড়িয়ে থাকা যাত্রীরা স্ট্যান্ডডিং টিকিটের যাত্রী। একই অবস্থা লোকাল ট্রেনগুলোর। লোকাল ট্রেনগুলোর এমনিতেই বগি কম। তার পরেও সব স্টেশনে থামার কারণে যাত্রী বেশি হয়। সবমিলে প্রতিটা ট্রেনের বগি যাত্রীতে ঠাসা থাকে। উপায় না পেয়ে অনেকেই আবার মালবাহী বগিতে যাত্রা করেন।

যাত্রী শুভ রায় বলেন, ট্রেনে ভ্রমণ যাত্রার ভাড়া কম ও নিরাপদ। সেই জায়গা থেকে ট্রেনে ভ্রমণের আগ্রহ বেশি মানুষের। টিকিট না পাওয়ার সমস্যা দীর্ঘদিনের। এখন ট্রেনগুলোতে বগি কমিয়ে দেওয়ার কারণে যাত্রীদের আরও বেশি ভোগান্তি বেড়েছে। তার দাবি- যাত্রীবাহী ট্রেনের বগির অভাবের কারণেই কর্তৃপক্ষ বিক্রি করে স্ট্যান্ডিং টিকিট।

আরও পড়ুনঃ  দেশের প্রথম শহীদ মিনারের স্বীকৃতি দাবি ভাষাসৈনিক আখুঞ্জির

নাম প্রকাশ না করার শর্তে পশ্চিম রেলওয়ের এক কর্মকর্তা বলেন- ১১টি আন্তঃনগরে রয়েছে ১৯টি বগি ও ৯টি লোকাল ট্রেনের ১৩ বগি নেই। কোন ট্রেনের একটি আবার কোন ট্রেনের দুটি করে বগি নেই। এসব বগির বিভিন্ন ত্রুটি মেরামতে রেলওয়ের কারখানায় পাঠানো হয়েছে। বগিগুলো মেরামত হয়ে আসলে এমন সমস্যা কেটে যাবে।

সূত্রটি জানায়- ঢাকা-রংপুরের নীলফামারী রুটে চলাচল করা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি, খুলনা-চিলাহাটির মধ্যে চলাচল করা রূপসা এক্সপ্রেস ট্রেনের ২টি বগি এবং এই রুটে চলাচল করা সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ২টি বগি, ঢাকা-বেনাপোল রুটে চলাচল করা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ২টি বগি, ঢাকা-সিরাজগঞ্জের মধ্যে চলাচল করা সিরাজগঞ্জ এক্সপ্রেসের ১টি বগি, রাজশাহী-ঢাকা রুটে চলাচল করা মধুমতি এক্সপ্রেস ট্রেনের ২টি বগি, রাজশাহী-চিলাহাটি রুটে চলাচল করা তিতুমীর এক্সপ্রেসের ২টি বগি, রাজশাহী-চিলাহাটি রুটে চলাচল করা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ২টি বগি, রাজশাহী-পঞ্চগড় রুটে চলাচল করা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি, রাজশাহী-টুঙ্গিপাড়া (গবরা) রুটে চলাচল করা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ১টি বগি এবং ঢাকা-চিলাহাটি রুটে চলাচল করা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ১টি বগি।

আরও পড়ুনঃ  রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ওআন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এছাড়া লোকাল-মেল ট্রেনের মধ্যে খুলনা-পার্বতিপুরের মধ্যে চলাচল করা রকেট এক্সপ্রেসের ২টি বগি, খুুলনা-চাঁপাইনবাবগঞ্জ (রহনপুর) রুটে চলাচল করা মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ২টি বগি, খুলনা-বেনাপোল রুটে চলাচল করা বেতনা কমিউটার ট্রেনের ২টি বগি, ঢাকা-খুলনা রুটে চলাচল করা নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের ১টি বগি, গোয়ালন্দঘাট-পোড়াদহ রুটের মধ্যে চলাচল করা পোড়াদাহ শাটল ট্রেনের ১টি বগি, রাজবাড়ি-ফরিদপুর রুটে চলাচল করা রাজবাড়ি এক্সপ্রেস ট্রেনের ১টি বগি, ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ১টি বগি, ঢাকা-ঈশ্বরদী রুটে চলাচল করা ঢাকা কমিউটার ট্রেনের ১টি বগি, ঈশ্বরদী- চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা রহনপুর কমিউটার ট্রেনের ২টি বগির ঘাটতি আছে।
তবে বিষয়টি নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। তাই এবিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675