• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

গাজীপুরে প্রকাশ্যে চাঁদা চেয়ে বহিষ্কার যুবদল নেতা

প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ২:২০

গাজীপুরে প্রকাশ্যে চাঁদা চেয়ে বহিষ্কার যুবদল নেতা

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে উপজেলায় অর্ধশতাধিক দলবলসহ মাথায় লাল কাপড়, হাতে রাম দা নিয়ে উপজেলা যুবদল নেতার মহড়া ও প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় তোলপাড় চলছে। অভিযুক্ত ওই নেতাকে ইতোমধ্যে বহিষ্কারও করেছে যুবদল কেন্দ্রীয় কমিটি।

শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ড মাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেয় উপজেলা যুবদলের সদস্য নেতা জাহাঙ্গীর আলম মিন্টু। এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই যুবদলের কেন্দ্রীয় কমিটি ওই নেতা বহিস্কার করেছে।

অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদল সাবেক সদস্য সচিব।

ব্যবসায়ীদের অভিযোগ, অন্যান্য দিনের মতো আজও এমসি বাজারে যথারীতি বাজারের কার্যক্রম চলছিলো। হঠাৎ করে জাহাঙ্গীর অর্ধশতাধিক লোকজন নিয়ে সকলের মাথায় লাল কাপড় বেঁধে, মুখে গামছা পরে এসে হোটেলের সামনে দলবলসহ বাজার থেকে প্রকাশ্যে চাঁদা দাবি করে। এর কিছুক্ষণ পর জাহাঙ্গীর ও তার সঙ্গে আসা লোকজন রাম দায়ের ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে তিনজনকে গুলি করে হত্যা

দোকানী সুরুজ আলী বলেন, “লাল কাপড় পরা বেশ কিছু লোক এসে রাম দা’র ভয় দেখিয়ে সবকিছু লুটপাট করে নেয়। অনেকেই দোকান ফেলে পালিয়ে যান। ভয়ে অনেকেই টাকা পয়সা দিয়ে জীবন রক্ষা করেন।”

ব্যসায়ীরা বলেন, “এমন ভাবে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা জীবনে প্রথম দেখলাম। ঘন্টাব্যাপী অস্ত্রের মহড়া দিলো পুলিশ কই? আমাদের মতো গরীব মানুষের শেষ সম্বল লুটপাট করে করে নিল।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বলতে শুনা যায়, “জাহাঙ্গীর ভাইয়ের এ্যাকশান ডাইরেক্ট এ্যাকশান, বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দোকানদার ভাইয়ের আমি জেল থেকে এসে ঘোষণা দিয়েছিলাম যে, এমসি বাজারটাকে আমি আমার নিজস্ব লোক ও আপনাদের সহযোগিতার সুন্দর ভাবে পরিচালনা করবো। কিন্তু কিছু মানুষের জন্য আমি পারি নাই। আজকে আমি লোকজন নিয়ে বাজারে এসেছি। আপনাদের সঙ্গে সম্পর্ক করতে। এবং আপনাদেরকে সহযোগিতা করতে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিনে পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার এবং আপনাদেরকে দয়া করে বলছি, এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠানো শুরু করবে। কেউ বাধা দিবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। অনেক খেসারত দিতে হবে। কে বাজার ইজারা নিল— তা আমার জানার বিষয় না। তাই কেউ বাধা দিবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। এখনই আমার লোকজন টাকা উঠানো শুরু করবে।”

আরও পড়ুনঃ  আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই: শহিদুল ইসলাম বাবুল

এসময় তার আশপাশে লাল গামছা দিয়ে মাথা-মুখ ঢাকা শতাধিক যুবককে দেখা গেছে। যাদের হাতে ছিল লম্বা রাম দা ও অন্যান্য দেশীয় অস্ত্র।

আরও পড়ুনঃ  দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো : ডিএমপি কমিশনার

শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক সারোয়ার হোসেন শেখ বলেন, “জাহাঙ্গীর আলম পিন্টু উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য। সশস্ত্র মহড়ার বিষয়টি আমার জানা নেই। দল এগুলো সমর্থন করে না, আমরাও করব না।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, “এমসি বাজার এলাকায় কিছু দুষ্কৃতকারী বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দোকানদারদের ভয়ভীতি হুমকি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অবগত হয়েছে। পুলিশের কয়েকটি টিম তাদের গ্রেপ্তার করতে কাজ করছে।”

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, এই ধরনের কোন বক্তব্য দল কোনভাবেই সমর্থন করে না। এই ধরনের বক্তব্য দলের জন্য খুবই সাংঘর্ষিক। ইতমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইঁয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675