অনলাইন ডেস্ক : “ভালো থাকি, প্রস্ফুটিত হই, প্রজন্ম থেকে প্রজন্মে” এই বার্তা নিয়ে আজ রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো হার্থ সামিট বাংলাদেশ ।
ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের আয়োজনে ফ্রান্সভিত্তিক ওয়েলবিং বিষয়ক প্রতিষ্ঠান দ্য ওয়েলবিং প্রজেক্টের গ্লোবাল কোলাবোরেশনে এই হার্থ সামিটের ঢাকা এডিশন অনুষ্ঠিত হলো ।
ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এই সম্মেলনের সহ আয়োজক ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট, হিরোজ ফর অল এবং টিচ ফর বাংলাদেশ।
ইন্টার-জেনারেশনাল ওয়েলবিং, সহনশীলতা এবং ব্যক্তিগত সমৃদ্ধিকে উদ্বুদ্ধ করতে সম্মেলনে ৪০০ জনেরও বেশি তরুণ, শিক্ষক, অভিভাবক, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ওয়েলনেস পেশাজীবি উপস্থিত ছিলেন। এই সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী মানসিক স্বাস্থ্য সেবা ও ওয়েলবিং-কে মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে আয়োজক প্রতিষ্ঠান ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন। এ উদ্যোগের মাধ্যমে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন পরোক্ষভাবে ৫ সহস্রাধিক তরুণ, শিক্ষক, অভিভাবক ও সোশ্যাল চেঞ্জমেকারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা নিয়েছে।