স্টাফ রিপোর্টার: রাজশাহী কোর্ট কলেজের আয়োজনে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শুক্রবার(২১ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়।
এরপর সকাল ৭টায় প্রভাত ফেরী ও কলেজের প্রত্যেক বিভাগের পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয় কোর্ট কলেজ প্রাঙ্গণ শহীদ মিনারে।সাড়ে ৭টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।এরপর সাড়ে ৮টার সময় মহান শহীদদের উদ্দেশ্যে দোয়ার মধ্য দিয়ে উক্ত কর্মসূচি সমাপ্তি ঘটে।
এ সময় রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মোঃ রবিউল আলম উপস্থিত থেকে উক্ত কর্মসূচি পরিচালনা করেন এবং কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে ভাষা শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ নাম না-জানা শহীদ ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে রচনা করেছিলেন স্বাধীন বাংলাদেশের ভিত্তি। তাদের আত্মদানের স্মৃতিকে মনে রেখে দেশব্যাপী উদযাপিত হয়ে আসছে মাসজুড়ে অমর একুশে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হয়।