ঢাকাFriday , 21 February 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী কোর্ট কলেজের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

subadmin
February 21, 2025 2:55 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী কোর্ট কলেজের আয়োজনে ২১শে ফেব্রুয়ারি  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শুক্রবার(২১ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গনে   সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়।

এরপর সকাল ৭টায় প্রভাত ফেরী ও কলেজের  প্রত্যেক বিভাগের পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয় কোর্ট কলেজ প্রাঙ্গণ শহীদ মিনারে।সাড়ে ৭টায়  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর গুরুত্বপূর্ণ  আলোচনা করা হয়।এরপর সাড়ে ৮টার সময় মহান শহীদদের উদ্দেশ্যে দোয়ার মধ্য দিয়ে  উক্ত কর্মসূচি সমাপ্তি ঘটে।

এ সময় রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মোঃ রবিউল আলম উপস্থিত থেকে উক্ত কর্মসূচি পরিচালনা করেন এবং কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে ভাষা শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ নাম না-জানা শহীদ ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে রচনা করেছিলেন স্বাধীন বাংলাদেশের ভিত্তি। তাদের আত্মদানের স্মৃতিকে মনে রেখে দেশব্যাপী  উদযাপিত হয়ে আসছে মাসজুড়ে অমর একুশে।  মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই  আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।