• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভাঙ্গায় নির্মাণাধীন বাড়ির রডকাটা নিয়ে দুই পরিবারের সংঘাতে আহত ৫

প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২৯

ভাঙ্গায় নির্মাণাধীন বাড়ির রডকাটা নিয়ে দুই পরিবারের সংঘাতে আহত ৫

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রামে বাড়ি নির্মাণ করার সময় অন্যোর জায়গায়র উপর বাড়তি রড ঝুলিয়ে রাখার প্রতিবাদ করতে গিয়ে হামলায় নারীসহ ৫জন গুরুত্বর আহত হয়েছেন।
হামলার ঘটনায় দিঘলকান্দা গ্রামের মোঃ গিয়াসউদ্দিন মোল্লার স্ত্রী মাহিনুর বেগম ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিপরীতে আরও একটা অভিযোগ দায়ের করেছে প্রতিপক্ষ।
আহতদের মধ্যে শাকিনা বেগম (৫০) ডলি বেগম (৩৫) আলিমন নেছা (৭০) কে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মাহিনুর বেগম সাংবাদিকদের বলেন, বাড়ির সামনে জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের সূত্রতায় মাসুদ ওরফে কালা মোল্লার সাথে বিবাদ চলছে। পাকা বাড়ির নির্মাণের সময় বাড়তি রড আমার সীমানাজুড়ে রাখায় আমরা বিষয়টি শালিস পক্ষকে জানালে শালিসি পক্ষের কথামত বাড়তি রড কেটে নেওয়ার কথা বলি। প্রতিপক্ষ আমাদের কথায় গুরুত্ব না দেওয়ায় আমার স্বামী পুনরায় শালিসি পক্ষের লোকজনকে জানালে তারা রডটি কেটে ফেলতে বলেন। আমার স্বামী রড কাটতে গেলে কালা মোল্লার বাড়ির লোকজন হামলা চালিয়ে আমাকেসহ বাড়ির মহিলাদের উপর হামলা চালায়। হামলায় আমার মেয়ে মাহফুজা বেগম বর্তমানে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
এ বিষয়ে সাংবাদিকরা সরজমিন তথ্য সংগ্রহকালে কালা মোল্লার পরিবারের বাড়িতে গেলেও কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায় নি।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, পুলিশ অভিযোগ পেয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675