ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় মাদক (ইয়াবা) ব্যবসায়ী মা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৬০ পিস ইয়াবা ও নগদ ২৯ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়। রোববার রাতে উপজেলার ব্রাহ্মনপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতার কৃত হলেন- উপজেলার ব্রাহ্মনপাড়া এলাকার ইনজাল খানের স্ত্রী মোসাঃ রেশমা বেগম(৪০) ও গিয়াস হাওলাদার ও রেশমা বেগমের ছেলে মোঃ শুভ হাওলাদার(১৯)।
ভাঙ্গা থানার এসআই (উপ-পরিদর্শক) মোঃ মশিউর রহমান খান জানায়- ব্রাহ্মনপাড়া এলাকার একটি বাড়ীর ভিতরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছে! এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে মাদক উদ্ধার অভিযান করা হয়। পরে, মোসাঃ রেশমা বেগমের দেহ তল্লাশী করে একশ পিস ও মোঃ শুভ হাওলাদারের দেহ তল্লাশী করে ৬০ পিস ইয়াবা উদ্বার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৯ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি (অফিসার ইনচার্জ) মোঃ শফিকুল ইসলাম জানান- গ্রেফতার কৃতরা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনীর ১০(ক) ধারার অপরাধ করেছে। এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে।