• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

উর্বশীর গালে হঠাৎ চুম্বন ওরির!

প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৫৩

উর্বশীর গালে হঠাৎ চুম্বন ওরির!

অনলাইন ডেস্ক : নিজের ছবি ‘ডাকু মহারাজ’ নিয়ে বার বার বড়াই করতে দেখা গিয়েছিল তাঁকে। শুধু ছবিই নয়। যে কোনও সাক্ষাৎকারে নিজের ব্যাপারে বড় করে বলা তাঁর স্বভাব, এমনই দাবি নিন্দকদের।

ফের চর্চায় উর্বশী রৌতেলা। ‘ডাকু মহারাজ’ ছবির জন্য বার বার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। এ বার নেটপ্রভাবী ওরি তথা অরহান অবত্রমানির তরফ থেকে চুম্বন প্রাপ্তি হল অভিনেত্রীর। ফের বিতর্কে জড়ালেন তিনি।

নিজের ছবি ‘ডাকু মহারাজ’ নিয়ে বার বার আত্মপ্রচারে মেতেছেন তিনি। শুধু ছবিই নয়। যে কোনও সাক্ষাৎকারে নিজের ব্যাপারে বড় করে বলা তাঁর স্বভাব। এমনই দাবি নিন্দকদের। এই কারণে তাঁর দিকে ধেয়ে এসেছে নানা রকমের তির্যক মন্তব্য। তবে নিজের ছবির গান ‘দাবিড়ি দিবিড়ি’ শুনলে মুহূর্তে নেচে ওঠেন তিনি। সেই একই কাণ্ড ঘটল ভারত-পাকিস্তানের খেলায়। দুবাইতে ভারত-পাকিস্তানের খেলা দেখতে পৌঁছেছিলেন দু’জনই। খেলা চলাকালীনই গ্যালারিতে ‘দাবিড়ি দিবিড়ি’ গানে নাচতে থাকেন ওরি ও উর্বশী। নাচ শেষ হতেই ওরি জড়িয়ে ধরেন উর্বশীকে এবং তার পরে অভিনেত্রীর গালে চুম্বনও করেন নেটপ্রভাবী। চমকে ওঠেন উর্বশী। এই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব : কারিনা

ওরি নিজেই সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, “প্রথম ভারতীয় আমরাই, যারা ভারত-পাকিস্তানের খেলায় নাচল।” ওরির এই মন্তব্যও উর্বশীকে খোঁচা দিয়েই। উর্বশী একাধিক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে বলতে গিয়ে ‘আমিই প্রথম ভারতীয়’, বা ‘আমিই প্রথম মহিলা’— এই ধরনের মন্তব্য করেছেন। সেই মন্তব্যগুলির জন্যই উর্বশীকে খোঁচা দিয়েছেন ওরি, মনে করছেন নেটাগরিকেরা।

আরও পড়ুনঃ  গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!

ভিডিয়োতে উর্বশীকে দেখা যাচ্ছে উজ্জ্বল গোলাপি রঙের একটি লম্বা পোশাক। অন্য দিকে ওরির পরনে ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও ঢিলেঢালা জ্যাকেট। ভারত-পাক খেলা চলাকালীন গ্যালারিতে বসে নিজের ৩১তম জন্মদিনও পালন করেন উর্বশী। ২৫ ফেব্রুয়ারি জন্মদিনের কেকও কাটেন অভিনেত্রী। সেই ভিডিয়ো নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নেন তিনি।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675