স্টাফ রিপোর্টার, ফরিদপুর : জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় প্রস্তুতিমূলক সভা উপজেলা সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার হাঁচেন উদদীনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আশরাফ, শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, ভাঙ্গা থানার ওসি তদন্ত ইন্দ্রজিত বাবু, সমাজসেবা অফিসার মোমিনুর রহমান, প্রফেসর সরোয়ার হোসেন, মিজানুর রহমান, প্রফেসর আব্দুল জলিল, অধ্যক্ষ নিতাই চন্দ্র দাস, মাওলানা মিজানুর রহমান, সাংবাদিক মামুনুর রশীদ, অজয় দাস, সাইফুল্লাহ শামীম, পরিবার পরিকল্পনা অফিসার পলাশ বিশ্বাস, আনসার ভিডিপি কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।