• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি

প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:০৫

পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি

স্টাফ রিপোর্টার : উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফল আয়োজন শেষ হলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কর্তৃক আয়োজিত পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্ট।

আজ ২৬ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আরএমপি পুলিশ লাইন্স মাঠে পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার) পিএইচডি ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আরএমপি, রাজশাহীর সভানেত্রী মাহবুবা আক্তার শিউলী।

ফুটবলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় পিওএম বিভাগ ৩-২ গোলে বোয়ালিয়া ক্রাইম বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, ক্রিকেটে পিওএম বিভাগ ১০৪ রানের বিশাল ব্যবধানে ট্রাফিক বিভাগকে পরাজিত করে এবং ভলিবলে পিওএম বিভাগ ২-০ সেটে লজিস্টিক বিভাগকে পরাজিত করে। এছাড়াও মেয়েদের হ্যান্ডবল খেলায় এসএএফ বিভাগ ৪-১ ব্যবধানে পিওএম বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের টানা তৃতীয় দিনের কমপ্লিট শাটডাউন

এর আগে গত ৫ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি চলা পুলিশ কমিশনার কাপ ব্যাডমিন্টনের প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল খেলায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকী জুটি ২-০ সেটে অফিসার ইনচার্জ বোয়ালিয়া মো: মেহেদী মাসুদ জুটিকে পরাজিত করে এবং পুলিশ পরিদর্শক আশীষ কুমার এককভাবে ২-১ সেটে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকীকে পরাজিত করে। এছাড়াও এএসআই মো: রাজু জুটি ২-০ সেটে কনস্টেবল মো: সাব্বির জুটিকে পরাজিত করে এবং এএসআই মো: রাশেদ এককভাবে ২-০ সেটে কনস্টেবল যুবায়েরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে সম্মানিত অতিথিবৃন্দ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও এককভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

চ্যাম্পিয়ন, রানার্সআপ ও খেলায় অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানিয়ে সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে পুলিশ সদস্যদের দেহ ও মন সুস্থ রাখার জন্য নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করার উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীনসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ  আজহারীর মাহফিলে মোবাইল হারানোর ১৩ জিডি, গয়না চুরির চেষ্টায় ৮ নারী আটক

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় আরএমপির বিভিন্ন বিভাগের দল অংশ নেয় এবং আজ ফাইনাল ম্যাচের মাধ্যমে এর সফল সমাপ্তি ঘটে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675