নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নিয়ামতপুর উপজেলা সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলা শাখার আয়োজনে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলা শাখার আমির মো. আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন সংসদ নির্বাচনের নওগাঁ-১(নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মনোনীত এমপি প্রার্থী মো. মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির নওশাদ আলী, নায়েবে আমির মো. ইব্রাহিম হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রশিদ সহ আরো অনেকে।
মিছিল ও সমাবেশ শেষে সাবেক জেলা আমির প্রয়াত অধ্যাপক সালেকুর রহমান এর কবর জিয়ারত করা হয়।