• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

গোলাপিতে মজলেন অপু বিশ্বাস, মুগ্ধ ভক্তরা!

প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৫২

গোলাপিতে মজলেন অপু বিশ্বাস, মুগ্ধ ভক্তরা!

অনলাইন ডেস্ক : পর্দায় তেমন কোনো ব্যস্ততা না থাকলেও অন্যান্য কাজে বেশ সক্রিয় ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় দিনই ভক্তদের কাছে নিজেকে ভিন্ন সাজে মেলে ধরেন নায়িকা। আবার কখনো ব্যক্তিগত মুহূর্তও ভাগ করে নেন। এবার নিজেকে এক নতুন সাজে ধরা দিলেন অপু বিশ্বাস; যা দেখে রীতিমতো মুগ্ধ তার ভক্তরা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন অপু বিশ্বাস। এ সময় নায়িকাকে লাইট পিংক কালারের শাড়িতে দেখা যায়। বুঝতে বাকি নেই, গোলাপি রঙে ভীষণভাবে মজেছেন নায়িকা।

আরও পড়ুনঃ  বিয়ে করেছি ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ কখনোই ওঠেনি : সোনাক্ষী

এদিন সাজ সজ্জায় কোনো ঘাটতি রাখেননি অপু বিশ্বাস। গোলাপি শাড়ির সঙ্গে নায়িকার বাড়তি সৌন্দর্য ফুটে ওঠে রুপালি গয়নাতে। গলায় বেশ কাজ করা রুপালি নেকলেস, মিলিয়ে পরা কানের দুল, সঙ্গে সিলভার-গোল্ড কম্বিনেশনের দুটি ব্রেসলেট।

শুধু তাই নয়, মেকআপেও রঙ মিলান্তি ছিল গোলাপিতেই। উজ্জ্বল ত্বকের সঙ্গে পিংক লিপিস্টিক যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় অপুর। সঙ্গে পিংক-অরেঞ্জ নেইলপলিশও অস্পষ্ট ছিল না নায়িকার সাজে।

আরও পড়ুনঃ  যে কারণে সুহানার নাম মান্নাত রাখতে চেয়েছিলেন শাহরুখ

এবারের ছবিতে বিভিন্ন ভাবে পোজ দিলেন নায়িকা। এ সময় অপুর পোজে ভিন্ন মাত্রা যোগ করে একটি একিওস্টিক পিয়ানো। সেটির বেঞ্চে বসে, আবার তাতে হেলান দিয়েও পোজ দিয়েছেন নায়িকা। পাঁচ ছবির এই পোস্টে অপু ক্যাপশনে লিখেছেন, ‘করুণা, ভালোবাসা ও আগলে রাখাকে তুলে ধরতে পারে গোলাপি।’

আরও পড়ুনঃ  যীশুর শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন নীলাঞ্জনা!

বলা বাহুল্য, অপুর এই নতুন সাজ দেখে মুগ্ধতা প্রকাশ করেন তার অনুরাগীরা। বিশেষ করে অপুর রূপ দেখে প্রশংসায় মজে ওঠেন তারা।

এদিকে গত কয়েকদিন আগে জিম থেকে ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। সে থেকে জল্পনা ওঠে, নতুন কোনো ছবির কাজ শুরু করতেই হয়ত নিজেকে প্রস্তত রাখছেন অপু। যদিও এ বিষয়ে এখনও স্পষ্ট কোনো খবর মেলেনি।

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675