ঢাকাMonday , 15 May 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

মেসি সৌদি আরবেই যাবেন, মনে করেন সাবেক বার্সা কোচ

Asha Mony
May 15, 2023 3:49 pm
Link Copied!

অনলাইন ডেস্কঃ লিওনেল মেসি কি বার্সেলোনায় ফিরছেন?

পিএসজির সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের সম্পর্কের অবনতি হয়েছে বিশ্বকাপের পর থেকেই। তাঁর বার্সেলোনায় ফেরার আলোচনাও বেড়েছে তখন থেকে। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া থেমে যাওয়ার পর সে সম্ভাবনা আরও বেড়েছে।

যদিও অনেকেই মনে করেন, মেসিকে ফেরানো বার্সেলোনার জন্য বেশ কঠিন। ক্লাবের আর্থিক সমস্যা তো আছেই। আছে লা লিগার বেতনসীমা–সংক্রান্ত নীতিমালা মেনে চলার বাধ্যবাধকতাও। যদিও বার্সেলোনা সমর্থকেরা আশাবাদী, মেসি ফিরবেন।

তবে মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা একটু হলেও ফিকে হয়ে গেছে গত সপ্তাহে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক সংবাদে। বার্তা সংস্থা এএফপি ব্রেকিং নিউজে জানিয়েছিল, মেসির সঙ্গে সৌদি আরবের একটি ক্লাবের চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। এই মৌসুম শেষে পিএসজির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হলে তিনি সৌদি আরব লিগে খেলা শুরু করবেন। যদিও তাঁর ঘনিষ্ঠজনেরা এটি অস্বীকার করেছেন। মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামিতে যেতে পারেন, এমন কানাঘুষাও আছে।

তাহলে ব্যাপারটা কী দাঁড়াল! মেসি সৌদি আরবে যাচ্ছেন? মেসি কি আবারও বার্সেলোনায় ফিরছেন? নাকি যুক্তরাষ্ট্রের লিগে খেলতে যাচ্ছেন।

বার্সেলোনাতে মেসির শেষ মৌসুমে যিনি কোচ ছিলেন, সেই রোনাল্ড কোমান মনে করেন, মেসি নিজেই বার্সেলোনায় ফিরবেন না। তিনি মনেপ্রাণেই বিশ্বাস করেন এই কথা। ইএসপিএনকে তিনি বলেছেন, ‘আমি মনে করি না মেসি আবারও বার্সেলোনায় ফিরবে। বুসকেতস বার্সেলোনা ছেড়েছে। জরদি আলবাও থাকছে না। তিনজনই খুব ভালো বন্ধু। আমি মোটেও অবাক হব না, যদি বাকি দুই বন্ধুর সঙ্গে মেসি সৌদি আরব বা যুক্তরাষ্ট্রের লিগে খেলতে চলে যায়।’

বার্সেলোনার সাবেক এই ডাচ তারকা ও কোচ মনে করেন, মেসিকে ফেরানোর আওয়াজ তুলে সভাপতি হোয়ান লাপোর্তা আসলে নিজের সুনাম বাড়ানোর চেষ্টা করছেন। ভুলে গেলে চলবে না, ২০২১ সালে লাপোর্তা সভাপতি থাকা অবস্থাতেই মেসি বার্সেলোনা ছেড়েছিলেন। মেসিকে বেশি বেতন দিতে হবে, শুধু এই শঙ্কাতেই সে সময় চরম আর্থিক দুরবস্থার মধ্যে থাকা বার্সেলোনা মেসিকে ছেড়ে দিয়েছিল, ‘লাপোর্তা এখন নিজের মুখ বাঁচানোর চেষ্টা করছে মেসিকে ফেরানোর কথাবার্তা বলে। সবাই জানে এই মেসিকে লাপোর্তাই ছেড়ে দিয়েছিল।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০