নগরীতে মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরীতে মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : মিথ্যা মামলা, হয়রানি ও গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্যানভ্যালি লিমিটেড ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহফুজ সনি।

শনিবার (১ মার্চ) রাজশাহীর বোয়ালিয়া থানাধীন গ্রান্ড তোফা কনভেনশন হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জমির মালিক আসিফ মাহফুজ সনির পিতা ও তার বন্ধু উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহফুজ সনি অভিযোগ করেন, সিনথিয়া সিফাত নামের এক নারী তার বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০১৪ সালে সিনথিয়া সিফাত ও লন্ডনপ্রবাসী ক্যাপ্টেন মাহমুদুল আমিন যৌথভাবে তার কোম্পানির একটি অ্যাপার্টমেন্ট বুক করেন। দীর্ঘমেয়াদি লেনদেনের পর ভবন নির্মাণ সম্পন্ন হলে, সিনথিয়া সিফাত এককভাবে ফ্ল্যাটের মালিকানা দাবি করেন, যা চুক্তির পরিপন্থী।

আরও পড়ুনঃ  তানোর পৌর এলাকায় খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ: নতুন কর্মসূচি ঘোষণা

তিনি আরও বলেন, ক্যাপ্টেন মাহমুদুল আমিন একাধিকবার জানিয়েছেন যে তিনি সিনথিয়া সিফাতের সঙ্গে ফ্ল্যাট রাখতে চান না। কিন্তু সিনথিয়া সিফাত একক মালিকানা দাবি করে রাজনৈতিক পরিচিতি কাজে লাগিয়ে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন।

আসিফ মাহফুজ সনি জানান, ২০২৩ সালে তিনি সিনথিয়া সিফাতের বিরুদ্ধে ঢাকার সিএমএম কোর্টে জালিয়াতির মামলা করেন। তদন্ত শেষে সিআইডি প্রমাণ করে যে সিনথিয়া সিফাত ও তার সহযোগী আবু তালহা রায়হান মিথ্যা কাগজপত্র তৈরি করেছেন, যার ভিত্তিতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ১৭

তিনি অভিযোগ করেন, ঢাকায় তার করা মামলার পাল্টা প্রতিশোধ নিতে সিনথিয়া সিফাত রাজশাহীতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন এবং একটি অনলাইন সংবাদমাধ্যমে অপপ্রচার চালান।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমি একজন সুনামধন্য ব্যবসায়ী। আমাদের কোম্পানি রাজশাহীতে ৪৮টি ফ্ল্যাট নির্মাণ করে ৪৭টি হস্তান্তর করেছে। যদি আমরা প্রতারক হতাম, তাহলে এতোগুলো ফ্ল্যাটের মালিকানা বুঝিয়ে দিতে পারতাম না।”

আরও পড়ুনঃ  বাঘায় পুকুরে ডুবে এক নারীর মৃত্যু

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনথিয়া সিফাত ও মাহমুদুল আমিনের সম্পর্কের বিষয়ে তিনি সঠিক জবাব দিতে পারেননি তিনি জানেন না সিনথিয়া সিফাত ও মাহমুদুল আমিন দুইজন একে অপরের কে। তবে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন নিয়মানুযায়ী টাকা যে কোন সময় ফেরত দিবেন।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক মামলা ও অপপ্রচারের যথাযথ বিচার করা হোক।

সংবাদ সম্মেলনে আনিত অভিযোগের বিষয় নিয়ে মতামত জানার জন্য সিনথিয়া সিফাতকে একাধিকবার তার মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *