• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রমজান মাসে শুটিং করি না, ইবাদতে মশগুল থাকি : প্রিয়াঙ্কা জামান

প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫ ৩:৫৭

রমজান মাসে শুটিং করি না, ইবাদতে মশগুল থাকি : প্রিয়াঙ্কা জামান

অনলাইন ডেস্ক : এ প্রজন্মের মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করছেন তিনি। শোবিজে তার শুরুটা হয় উপস্থাপনা দিয়ে। এরপর অনেক নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।
সম্প্রতি তিনটি নাটকের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। তবে শুটিংয়ের ব্যস্ততা থাকলেও রমজানের এক মাস ইবাদতেই মশগুল থাকেন বলে জানালেন এ অভিনেত্রী।

রোজা আসন্ন। শুরু হতে যাচ্ছে ইবাদত-বন্দেগির মাস।
এই মাসে নিজের শুটিং ও কাজ একেবারেই সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসেন এ অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হলে এমনটাই জানান প্রিয়াঙ্কা জামান। অভিনেত্রী বলেন, ‘রমজান মাসে আমি শুধু আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব। বাসায় আব্বু-আম্মুকে সময় দেব।
নিজেকে সময় দেব।’

আরও পড়ুনঃ  যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

রোজার এই এক মাস কোনো শুটিং করেন না জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এই একটা মাস আমি কোনো শুটিং করি না। আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি এই ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না। এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই। আর ইবাদত করি।
ইবাদতে মশগুল থাকি।’

আরও পড়ুনঃ  বিয়ে করেছি ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ কখনোই ওঠেনি : সোনাক্ষী

বর্তমানে নতুন তিনটি নাটকে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা জামান। তার মধ্যে দুটি একক নাটক হচ্ছে ‘বিয়ে বাড়ির গল্প’ ও ‘এতিম বউ’। এতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক অনিক রহমান অভি। এই নাটক দুটি পরিচালনা করেছেন বকুল আহমেদ। আরেকটি হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাল গ্রাম’। ধারাবাহিকটি নির্মাণ করেছেন মারুফ আহমেদ রিজভী খান। এতে তার সহশিল্পী প্রাণ রায় ও সাব্বির আহমেদ।

আরও পড়ুনঃ  গোলাপিতে মজলেন অপু বিশ্বাস, মুগ্ধ ভক্তরা!

প্রিয়াঙ্কা জামান ৯ বছরেরও বেশি সময় ধরে নাটক, মিউজিক ভিডিও এবং সিনেমায় অভিনয় করছেন। সম্প্রতি ‘কিউট অ্যান্ড ক্ল্যাসি’ নামে একটি ফ্যাশন হাউজের শোরুম চালু করেছেন। বিশ্বের নামিদামি ব্র্যান্ডের পোশাক, কসমেটিকসসহ নানা এক্সক্লুসিভ আইটেম থাকবে শোরুমে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675