অনলাইন ডেস্ক : পৃথিবী গোল। ঘুরেফিরে একই বিন্দুতে মেশে অনেক কিছুই। তবে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে যেন ২০২৩ বিশ্বকাপের মিল একটু বেশিই। ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়, নিজেদের প্রথম ম্যাচেই ভারতের ৬ উইকেটের জয় কিংবা অভিষেকেই নিউজিল্যান্ড তারকা রাচিন রবীন্দ্রের সেঞ্চুরি।
বহু কিছুই যেন ২০২৩ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে দিচ্ছে ক্রিকেট ভক্তদের। আর সবশেষ স্মৃতিটা ফেরাতে সাহায্য করেছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয় দিয়ে তারা নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের সেমিফাইনাল। কে কার মুখোমুখি হবে, সেটা যদিও জানা যাবে আগামীকাল ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচের পর, তবে সেমির চার দলের নামগুলোতে আসেনি কোনো পরিবর্তন।
দুই বছর আগে হওয়া ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সেবারে সেমিতে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে। অস্ট্রেলিয়া ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই চার দল সেমিফাইনালে উঠেছে।
তবে এবারে অবশ্য আগের সেমির লাইনআপ পাওয়ার সম্ভাবনা নেই। ভারত-নিউজিল্যান্ড একই গ্রুপে অবস্থান করছে। তেমনি দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়াও আছে এক গ্রুপে। স্বাভাবিকভাবেই সেমির লাইনআপে আসছে ভিন্নতা। আগামী ৪ মার্চ ভারত খেলবে প্রথম সেমিফাইনাল। আর ৫ মার্চ হবে দ্বিতীয় সেমির লড়াই।