স্টাফ রিপোর্টার : দৈনিক সোনালী সংবাদের প্রধান আলোকচিত্রী ও যমুনা টিভির ভিডিওগ্রাফার সাংবাদিক জাবীদ অপুর বাবা রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী আব্দুল কাদের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকা অবস্থায় শনিবার খাবার খেতে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়েন। পরে শনিবার (১ মার্চ) রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ রোববার (২ মার্চ) বাদ যোহর নগরীর টিকাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এরপর জানাজার নামাজ শেষে টিকাপাড়া গোরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। এদিকে তার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক জানিয়েছে। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সাংবাদিক কল্যাণ সমিতির শোক : রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির পরিচালক (অর্থ) জাবীদ অপুর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান আকবারুল হাসান মিল্লাত, মহাসচিব কাজী শাহেদ সহ সব পরিচালক ও সদস্যবৃন্দ। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
রাজশাহী এডিটরস ফোরামের শোক : জাবীদ অপুর পিতা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী এডিটরস ফোরাম। ফোরামের সদস্যদের পক্ষে সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। সেই সাথে তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিপিজেএ রাজশাহী শাখার শোক : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক সাধারণ সম্পাদক জাবীদ অপু’র পিতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ।
শনিবার (১ মার্চ) রাতে এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক মো. সামাদ খান। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসস্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।