• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ডাক্তার আসছেন বলে ১২ ঘণ্টা অপেক্ষা করানোর পর গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু

প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ৩:১৯

ডাক্তার আসছেন বলে ১২ ঘণ্টা অপেক্ষা করানোর পর গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু

অনলাইন ডেস্ক : বগুড়ায় ক্লিনিক কর্তৃপক্ষের গাফিলতিতে গর্ভের সন্তানসহ এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে শহরের জলেশ্বরীতলা এলাকায় এনাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এতে মারা যাওয়া নারীর ক্ষুব্ধ স্বজনেরা ওই প্রতিষ্ঠানের সাইনবোর্ড এবং দরজা ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মারা যাওয়া ওই নারীর নাম রোখসানা আক্তার। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এ তথ্য নিশ্চিত করেছেন।

রোখসানার ভাই সাফিউল ইসলাম বলেন, শনিবার বেলা ১১টার দিকে রোখসানার প্রসবব্যথা ওঠে। তখন তাকে এনাম ক্লিনিকে নিয়ে গিয়ে কর্তৃপক্ষের পরামর্শে ভর্তি করানো হয়। কিন্তু নেওয়ার পর দেখা যায়, হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। ক্লিনিক কর্তৃপক্ষের ভাষ্য ছিল, রোগীর ব্যথা আরও বাড়ুক। ডাক্তার কিছুক্ষণ পর আসবেন। এসব কথা বলে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  দখল-দূষণে অস্তিত্ব সংকটে ফরিদপুরের কুমার নদ

সাফিউল আরও বলেন, রোগী ভর্তির প্রায় ১২ ঘণ্টা পর ক্লিনিকে ডাক্তার উপস্থিত হন। কিন্তু রোগীর অবস্থা ভালো না থাকায় তাঁকে চিকিৎসার জন্য অন্যত্র নিতে বলা হয়। পরে রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে গর্ভের সন্তানসহ মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে এনাম ক্লিনিকের দায়িত্বশীল ব্যক্তিরা পালিয়ে যান।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১১

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675