• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পশ্চিমা বিশ্বকে বিভক্ত হতে দেওয়া যাবে না : ইতালির প্রধানমন্ত্রী

প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ৩:৩৪

পশ্চিমা বিশ্বকে বিভক্ত হতে দেওয়া যাবে না : ইতালির প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের বিভক্ত হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে এবং তা এড়ানো খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

রোববার (২ মার্চ) বার্তা সংস্থা এএফপি জানায়, ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে আলোচনায় এ মন্তব্য করেন মেলোনি।

আরও পড়ুনঃ  অস্ত্র সমর্পণের মধ্যেই ফের অশান্ত মণিপুর

আজ ইউক্রেন ও বৃহত্তর ইউরোপের নিরাপত্তা নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া একটি শীর্ষ সম্মেলনের আগে কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মেলোনি।

সেখানে তিনি বলেন, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে একে অপরের সঙ্গে কথা বলা এবং সমন্বয় করাটা অনেক জরুরি।’

‘আমাদের সবার লক্ষ্য এক—ইউক্রেনে ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। এবং এ মুহূর্তে পশ্চিমা বিশ্বের বিভক্ত হওয়ার ঝুঁকি এড়ানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি,’ যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  সৌদিতে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা

স্টারমারকে উদ্দেশ্য করে মেলোনি বলেন, ‘এ ব্যাপারে যুক্তরাজ্য ও ইতালি গুরুত্বপূর্ণ সেতুবন্ধনকারীর ভূমিকা পালন করতে পারে বলে মনে করি। আমি মার্কিন ও ইউরোপীয় নেতাদের মধ্যে একটি বৈঠকের প্রস্তাবও করে যাচ্ছি। বিভক্ত হয়ে গেলে আমরা সবাই দুর্বল হয়ে পড়ব।’

আরও পড়ুনঃ  রমজান সহানুভূতি, সহমর্মিতা-উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে

স্টারমার বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মেলোনির সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে ছিলেন তিনি।

‘কারণ আমরা এই বিষয়গুলো একই দৃষ্টিভঙ্গিতে দেখি,’ বলেন তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675