• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন : নাহিদ ইসলাম

প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ১২:৫৫

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক : জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। আজ মঙ্গলবার সকাল ৮টায় নেতা-কর্মীদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন। শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন।

নাগরিক পার্টি মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির ফয়সালা করার আহ্বান জানান।

এনসিপির যাত্রা সম্পর্কে তিনি বলেন, ‘নিবন্ধন নিতে শর্তাবলি পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাব। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে।’

আরও পড়ুনঃ  শারজাহ’র ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা চুক্তি ঢাকা চেম্বারের

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।

আখতার হোসেন বলেন, ‘১৯৭১ সালে লাখ লাখ শহীদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, তার মূলমন্ত্র ছিল সাম্য ও সামাজিক সুবিচারের বাংলাদেশ। গত ৫৪ বছরে তা অধরা থেকে গেছে। আমরা এনসিপির নেতা-কর্মীরা অঙ্গীকারবদ্ধ, সেই বাংলাদেশ নির্মাণে কাজ করে যাব।’

এনসিপির সদস্যসচিব আরও বলেন, ‘সারা দেশে আমাদের অনেকগুলো প্রস্তাবের জায়গা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ পুরো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, ঢাকা শহরকে গ্লোবাল সাউথের প্রধান হিসেবে দেখাসহ এমন অনেকগুলো স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি।’

আরও পড়ুনঃ  দখল-দূষণে অস্তিত্ব সংকটে ফরিদপুরের কুমার নদ

নতুন সংবিধানের কথা উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি, নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে। এর ভিত্তিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি। একই সঙ্গে সেই গণপরিষদ নির্বাচনে যাঁরা জয়ী হবেন, তাঁরা সংসদ সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন এমন প্রস্তাবও আমাদের আছে। অল্প সময়ের মধ্যে সারা দেশে জেলা ও উপজেলায় জাতীয় নাগরিক পার্টি কার্যক্রম বিস্তৃত করবে।’

আরও পড়ুনঃ  বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে : ডা. শফিকুর রহমান

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো এনসিপি।

আজ সকাল সাড়ে ৭টার দিকে দুটি ডাবল ডেকার বাসে করে স্মৃতিসৌধে আসেন দলটির নেতা-কর্মীরা। স্লোগান দিতে দিতে তাঁরা স্মৃতিসৌধের বেদিতে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল সাড়ে ৮টার দিকে তাঁরা স্মৃতিসৌধ ত্যাগ করেন। এরপর সাভার থেকে রায়েরবাজারে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কবর জিয়ারত করবেন এনসিপির নেতারা।

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েতের মধ্য দিয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এরপর শনিবার গভীর রাতে ২১৬ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675