• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভাঙ্গায় চাইনিজ কুড়ালের মালিকানা নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ৮:৩০

ভাঙ্গায় চাইনিজ কুড়ালের মালিকানা নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

স্টাফ রিপোর্টার ,ফরিদপুর : মামাতো ও ফুফাতো ভাইয়ের মধ্যে চাইনিজ কুড়ালের মালিকানা নিয়ে সংঘর্ষে সোমবার রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী আওরা মাঠ গ্রামে দু’টি পরিবারের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। এদিকে চাইনিজ কুড়ালের মালিকানা নিয়ে সংঘর্ষের খবরে ব্যাপকভাবে চাঞ্চল্যর সৃষ্টি করেছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুমুরদী ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সভাপতি শফিক মাতুব্বরের আত্মীয় সুমন ও রাব্বি সম্পর্কে দুজন মামাতো ও ফুফাতো ভাই। গোপনে দুই যুবক চাইনিজ কুড়ালটি একে অন্যোর জিম্মায় রাখতেন। কিন্তু চাইনিজ কুড়ালের মালিকানা নিয়ে দুযুবকের মধ্যে সম্পর্কের বিপর্যয়ে সম্প্রতি মনোমালিন্যর সৃষ্টিত হয়। ঘটনাটি দুটি পরিবারের অভিভাবকরা জানার পরে ইউনিয়ন ওয়াড আওয়ামী লীগ নেতা শফিক মাতুব্বরের সহযোগিতাতায় মঙ্গলবার রাতে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার জন্য চুড়ান্ত করা হলেও নাছোরবান্দা সুমন মাতুব্বর শালিসি সিদ্ধান্ত উপেক্ষা করে রাব্বির বাড়িতে গিয়ে রাতে আবার চাইনিজ কুড়াল দাবী করে হুমকি দেয়। এঘটনায় দুটি পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষে নারী ও পুরুষসহ ১৫ জন আহত হয়। আহতরা হলো ওয়াড আওয়ামী লীগ নেতা শফিক মাতুব্বর (৫০ ) সরোয়ার আলী মাতুব্বর (৬২) আইয়ুব মাতুব্বার (৫৫), মাসুদ মাতুব্বর (৪২)রাব্বি মাতুব্বর (২৪)জিহাদ মাতব্বর (১৮) নার্গিস বেগম (৩০) মরিয়ম বেগম (৩০) সিদ্দিক শেখ (৫৫) সোহেল (২৪) শুকুরআলী (৩৫)। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা থানার তদন্ত ওসি ইন্দ্রজিৎ মল্লিক বলেন এবিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নিবে পুলিশ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675