• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শেখ হাসিনার বিচার হতেই হবে : মির্জা আব্বাস

প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫ ৩:২৫

শেখ হাসিনার বিচার হতেই হবে : মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার বিচার হতেই হবে।’

‘শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়’ জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার বিচার হতেই হবে। ফ্যাসিস্টদের বিচার আমরা সবাই চাই। কিন্তু নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না।’

আজ মঙ্গলবার দুপুরের পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বের হয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  ঢাকা জেলার সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

মির্জা আব্বাস বলেন, দেশের সমস্ত কিছুই নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে যেতে হবে। নির্বাচনকে প্রলম্বিত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে। এটা হলে দেশের জন্য মারাত্নক ক্ষতি হবে।

ফ্যাসিস্ট দমনে নতুন কোনো ফ্যাসিজম তৈরির আশঙ্কাও করে বিএনপির এই নেতা বলেন, একজনের চিন্তা, চেতনা, মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে, তা হয় না।

এর আগে বেলা ১২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি দলের মহাসচিবের সঙ্গে দেখা করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বিচার হওয়া পর্যন্ত নির্বাচনের কথা যেন কেউ মুখেও না আনে : সারজিস

গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন মির্জা ফখরুল। সেখানে প্রচুর ধূলাবালি থাকার কারণে তিনি তখনই অসুস্থ অনুভব করছিলেন।

রোববার (২ মার্চ) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এখন তিনি হাসপাতালের কেবিনে আছেন।

আরও পড়ুনঃ  রমজানের চাঁদ কাল চাঁদ দেখা কমিটির সভা

মির্জা ফখরুল ইউনাটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামান তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে বিএনপির মহাসচিবের পাশে আছেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।

হাসপাতালের চিকিৎসকরা জানান, বিএনপি মহাসচিবের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিলো এবং তার বুকে কফ জমাট বাধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিলো। এসব সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।-বাসস

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675