• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫ ৩:৫৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মাসুদ রানা (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহত মাসুদ শিবগঞ্জ উপজেলার রানীনগর এলাকার মৃত আয়নাল হকের ছেলে। আজ বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বনকুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মনাকষা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জেম আলী জানান, সকালে মাসুদ মোটরসাইকেলযোগে মনাকষা থেকে শিবগঞ্জে যাওয়ার পথে বনকুল মোড়ে একটি ট্রলির সঙ্গে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। লাশ বাড়ি নেওয়া হয়েছে বলেও জানান জেম আলী।

আরও পড়ুনঃ  বিএনপি কারও ওপর নির্যাতন করতে চায় না: শামা ওবায়েদ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আজিজুল হক বলেন, সকালে স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় মাসুদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে অতিরিক্ত ভাড়া আদায়, হানিফকে ২০ হাজার টাকা জরিমানা

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘ঘটনা শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা হাসপাতালে তাঁকে রেফার্ড করা হয়েছে। তবে মৃত্যুর ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675