কাবাডিতে একইদিনে হারের পর জয় বাংলাদেশের

কাবাডিতে একইদিনে হারের পর জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক : এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) একইদিন গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচ ছিল। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অনুষ্ঠিত সেই ম্যাচে মালয়েশিয়াকে ৪০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে শ্রাবনী, বৃষ্টি, রুপালিরা। ৫২-১২ পয়েন্টে ম্যাচ জিতে সেমিফাইনালের লড়াইয়ে টিকেও রইলো বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। প্রতিপক্ষের ওপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই ২২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ২৭ পয়েন্ট ছিল বাংলাদেশের। আর মালয়েশিয়ার ৫ পয়েন্ট। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশের খেলোয়াড়রা। মালয়েশিয়া কোন রকমে পয়েন্টে দুই অঙ্কের ঘর ছুঁয়েছে। ৫২-১২ পয়েন্টে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

আরও পড়ুনঃ  বিপিএল মাতিয়ে পিএসএলেও ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা

মালয়েশিয়া তাদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪৫-২৪ পয়েন্টে হেরেছে। আর ভারত ৬৪-২৩ পয়েন্টে হারায় বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে তারা সেমির আশা জিইয়ে রাখল। আগামীকাল গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

আরও পড়ুনঃ  উইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

আট বছর পর আজ থেকে ইরানে শুরু হয়েছে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ। ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। সাত দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া। আর ‘বি’ গ্রুপে আছে স্বাগতিক ইরান, নেপাল ও ইরাক। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। আগামীকালই দুটি সেমিফাইনাল ও ৮ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *